মাল খাবনা ঘি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:২৩:১৯ দুপুর
শীতকালে লাগছে গরম
গরমকালে শীত
কাত হয়ে লাগছে শরম
ভাললাগেনা চিত।
দিনের আলোয় দেখছি কম
রাতের আঁধার ঠিক
উঠতে বসতে খাচ্ছি ধ্রম
ধুরুচ্ছায় শীট, শীট।
টক খেলে লাগছে ঝাল
তীতা খেলে মিষ্টি
রাস্তাটাকে দেখছি খাল
রোদ বদলে বৃষ্টি।
বকছি যত টলছি তত
আর খাবনা ছিঃ
চলব বউয়ের কথামত
মাল খাবনা ঘি।
বিষয়: বিবিধ
৬২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন