হালাল বান্ধবী

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ ডিসেম্বর, ২০১৭, ০১:২৯:৩৫ দুপুর

বান্ধবী মানে সেইরাম বান্ধবী, বলতে পারেন হালাল বান্ধবী।

প্রায় বিশ বছর আগে যখন তার সাথে লিভ টুগেদার শুরু হয় তখন সে সদ্য টাইটেল পাশ মাওলানা! কুর'আন হাদীসের জ্ঞান মাশা'আল্লাহ, একেবারে তরতাজা!

কিন্তু এ কি?

অনভ্যাসে যে বিদ্যা হ্রাস, তার প্রমাণ পেলাম একেবারে হাতেনাতে। তাই এবার আর তাকেও খাতির করার নিয়ত নাই।

বাচ্চাদের সাথে তাকেও বসিয়ে দিয়েছি কুর'আন হাদীস নতুন করে চর্চায়।

আমরা যারা দাওয়াতী কাজ করি তাদের উচিৎ নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের দিকে বিশেষ নজর দেয়া। আর এজন্য পারিবারিক বৈঠক, মেজবান বৈঠক এবং মেহমান বৈঠক এখন সময়ের দাবী।

আমাদের ঘর গুলোতেও ধিরে ধিরে ইলামী বইর স্থান দখন করে নিচ্ছে সেকুলার লেখকদের বইতে আর আত্মীয় স্বজনদের ঘরগুলোতো সেকুলার লেখকদের বই পুস্তক দিয়ে ঠাঁসা, তাই আমরা যখনই কাউকে গিফট দেই বা ফুলের তোড়া দিয়ে বরন করি তখন যেন সাথে ইসলামী চেতনার একখানা মৌলিক বই রাখি।

বন্ধুদের মাঝে কেউ কেউ আছে কুর'আনে হাফেজ আর তাদের মধ্যে যারা সংগঠনের টাচে নাই তাদের অনেকেই কুর'আন ভুলে গেছে এবং কেউ কেউতো ফরজ নামাযেও অনিয়মিত হয়ে পরেছে!

আল্লাহর দীনের পথে অটল থাকার জন্য সংগঠন ও প্রশিক্ষণ খুবই জরুরী। হোকনা তা তাবলীগ, আহলে হাদীস, পীর মুর্শিদ অথবা জামায়াত?

সব সংগঠনের ব্যাপারেই কিছু কথা আছে তবে যারা যে সংগঠনের সাথে সম্পৃক্ত তাদের উচিৎ নিজেদের দূর্বলতা দূর করে কুর'আন হাদীসের সঠিক অনুসরণ করা।

বিষয়: বিবিধ

৮৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384538
০৭ ডিসেম্বর ২০১৭ দুপুর ০২:০০
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগছে লেখাটি পড়া হয়েছে আমাদের সকলের উচিত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসা এলম চর্চা করা আপনাকে ধন্যবাদ
০৭ ডিসেম্বর ২০১৭ দুপুর ০২:১৮
317175
আবু জারীর লিখেছেন : যারা বিদেশে আছে তাদেরও ফোনের মাধ্যমে একাজটা করা সময়ের দাবী।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File