চিন্তা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ নভেম্বর, ২০১৭, ০৩:৪৯:৪৫ দুপুর

চিন্তা ছাড়া হয়না কিছুই চিন্তাতে সব হয়

চিন্তাই আসল উদ্ভাবনের চিন্তাতেই হয় জয়।

অলস যারা চিন্তা ছাড়া কাটায় কেবল ঘুরে

তাদের দিয়ে হয়না কিছুই চিন্তা থেকে দূরে।

চিন্তা করি চিন্তায় পড়ি চিন্তায় চিন্তা আনে

চিন্তার পিছু থাকতে হবে চিন্তা কোনখানে।

বিজ্ঞান বলুন, দর্শন বলুন অংক বলুন সবই

চিন্তা করেই সূত্র মেলে চিন্তা করেই কবি।

দুশ্চিন্তা নয় চিন্তা চাই চিন্তায় খোলে দুয়ার

ভালো কাজে লাগাও চিন্তা ট্রাম খেলনা জুয়ার।

বিষয়: বিবিধ

৬৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File