আধুনিক শিবির
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২৯ নভেম্বর, ২০১৭, ০৬:৫৮:৩৩ সন্ধ্যা
বহুদিনের ইচ্ছা ছিল জাফর ইকবালের
সাথে সাক্ষাত্ করবো, সেই ইচ্ছা পূর্ণ হলো গতকাল,
.
অফিসের একটি কাজে যেতে হয়েছিল
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, জাফর ষাড়কে দেখেই সালাম দিয়ে এগিয়ে গেলাম,
- ষাড় কেমন আছেন
_ এই তো ভাল তুমি?
_ এই স্যার ভালো আমাকে চিনতে পারছেন স্যার? রিফাত সাহেব আমাকে পাঠিয়েছেন
_ হুম বুঝতে পারছি আমি!
বস ।
_ ধন্যবাদ স্যার। কিছু মনে করবেন না স্যার একটি কথা জিজ্ঞাসা করি?
_ হুম বললো কি,?
_ স্যার আপনি কি সত্যিই নাস্তিক?
- হঠাত্ এই প্রসঙ্গ কেন শুনি?
_ না এমনি স্যার
_ আমি নাস্তিক কি না জানি না তবে আমি মানবতাবাদি। মানবতার কোনো ধর্ম হয় না!
_ হুম সেটাই আচ্ছা স্যার ছাত্র সঃগঠনের মাঝে সবচেয়ে বেশি ভাল লাগে কোন দলকে?
_ ভাল বলতে গেলে কেউই ভাল না
কিছুটা ভাল রয়েছে শিবিরের কমীরা তবে রাজাকারদের সাথে থেকে দেশের ক্ষতিগ্রস্ত করছে,
_ দেশের ক্ষতি মানে স্যার শিবির দেশের কোন ক্ষতি করছে শুনি?
কিছু মনে করবেন না স্যার একদল তরুণ যখন মদ গাঁজা নিয়ে ব্যস্ত থাকে তখন একদল তরুণ, ইসলামের আলোচনা নিয়ে ব্যস্ত থাকে একদল তরুণ যখন গভীর রাতে লিটনের ফ্ল্যাটে ব্যস্ত থাকে, তখন একদল তরুণ রাতের বেলায়, আল্লাহর কাছে চোখের পানি নিরবে ফেলে, স্যার আরও বলার ছিল, এতো কিছু বলা উচিত হবে না তাই বলছি না,
.
- ধর্মীয় অন্ধকার জগত্ থেকে যখন বের হয়ে আসবে তখন বুঝা যাবে এরা সত্যিই দেশের সোনার ছেলে
_ হিহিহি স্যার না হেসে পারলাম না
স্যার আপনার বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে আমি প্রচন্ড ভালবাসাি আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি ওর সাথে একবার যেতে পারি?
_ হুম পারবে না কেন এটা তো তোমাদের অধিকার ।
_ জ্বি স্যার ধন্যবাদ স্যার আপনার কথা মাথায় রেখে শিবিরের ছেলেরা এখন থেকে আধুনিক হবে, এই যে
মাত্র শুরু করলাম,
_ মানে বুঝলাম না
_ আমিও একজন জন্মগত শিবির
_ তার মানে তুমিও এখন থেকে এইসব কাজে লিপ্ত হবে!
_ হুম স্যার
_ না না সেট অবশ্য মেনে নেওয়া যায় না তোমাদের মতো ছেলেদের এইসব মানায় না।
_ কেন স্যার
_ তোমারা ভদ্র এইসব তদের করা ঠিক নয়।
_ আপনি করতে বলেন আপনি আবার না বলেন যাব কোথায় স্যার আমরা ।
_ বর্তমানে অফিসে যাও
.
_ হিহিহি জ্বি স্যার অফিসে ঠিক যাব তার আগে দেখি কোনো মেয়ে সাথে নেওয়া যা কি না হাহাহাহা
- হুম যা চেষ্টা করে দেখো তোমারা হবে আধুনিক শিবির তখন আমি তোমাদের পাশে থাকবো।
.
- জ্বি স্যার আপনি পাশে থাকলে আর কিছুর প্রয়োজন নেই, আর স্যার আপনার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলে খুব খুশি হতাম।
_ আজ অন্য একদিন দেবো
_ অপেক্ষায় রইলাম স্যার শুরু কিন্তু আপনার মেয়ে থেকেই শুরু করবো ।
.
এই বলে তারাহুরা করে বেরিয়ে পড়লাম আরও বেশি সময় থাকলে স্যার মনে হয় রেগেই যেতেন, যাক আবার যখন যাবো তখন পুরো রেডি হয়ে যাব আধুনিক শিবির হওয়ার জন্য হাহাহাহা.........
বিষয়: রাজনীতি
৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন