বিয়ের বাজারে শিবিরের ছেলেরা দামী

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ১৬ এপ্রিল, ২০১৭, ১২:২০:০৮ দুপুর

অনেক আগের ঘটনা

.

আওয়ামিলীগ এক নেতার সাথে কথা হচ্ছিল জামায়াত শিবির কে নিয়ে।

ওনার প্রশ্ন ছিলো দেশে এতো জামায়াত শিবির কি ভাবে তৈরি হলো ! আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় যাওয়ার পর থেকেই জামায়াত শিবিরের

নেতা কমীর্ কে জেলে আটকে রাখতেছে! গুম খুন করেও জামায়াত

শিবিরের কমীর্

আমার কাছে মনে হচ্ছে কমতেছে না।

কারণ কি জানিস তুই??

. আমি- না তো চাচা শালারা আজব এক দল তো চাচা এতো অত্যাচারে

পরেও জামায়াত শিবিরের নেতা কমীর্ শেষ করা যাচ্ছে না।

.

হুম সত্যিই তাই

.

বলতো এমন কি করলে এদেরকে বাংলার মাটি থেকে শেষ করা যাবে? .

আমি- চাচা এমন কোন আইডিয়া আমার কাছে নেই তবে আপনি একটি

কাজ করতে পারেন

.

দেশে যে হারে জামাত শিবির বেড়েই চলেছে তাতে করে অদুর ভবিষ্যতে

আপনাদের মত মুক্তিযুদ্ধের চেতনাদের রাস্তায় ফেরি করে (রোহিঙ্গা) বসবাস করতে হবে। তাই বলি কি জামাত শিবিরের বিয়ে নিষিদ্ধ করা

হউক!

.

সত্যিই তো এই বিষয়টি নিয়ে আমি তো একবারও চিন্তা করিনি।

-

কথা বলার ১ বছর পর... .

হঠাত্ ফোন বেজে উঠল

.

হ্যাল -আসালামুলাইকুম

হ্যাল- সুয়েব আমি তোর চাচা বলতেছিলাম

তোর সাথে একটু কাজ ছিলো দেখে করতে পারবি। .

আমি অবশ্যই আপনি ডেকেছেন আর আমি আসবো না এটা কি হতে

পারে??

.

সন্ধ্যার পরে হাজির হলাম সেই আওয়ামিলীগ

নেতার বাসায় । .

যাওয়ার সাথে চাচা বলেন আরে সুয়েব

তুমি কখন আসলে।

.

আমি এইতো চাচা এইমাত্র আসলাম তো চাচা কি কাজ বলেছিলেন যে

আমার একটু তারা আছে আফিসে ফিরতে হবে আমাকে । .

চাচা বলতেছি আগে তই বস ।

চাচা -আসলে সুয়েব তোকে ডাকার কারণ হলো আমার ছোট মেয়েটিকে

তো তুই দেখেছিস??

আমি- হুম

. চাচা- আমার ছোট মেয়েটির জন্য একটা ভালো দেখে একটা ছেলে

দেখতে হবে।

.

আমি- চাচা এই বেপারে আমি আপনাকে কি ভাবে সাহায্যে করতে

পারি??

. চাচা- আসলে সুয়েব তুই কিছু মনে করিস না

একটি কথা বলবো??

.

আমি- অবশ্যই বলেন মনে করার কি আছে!

.

চাচা - সুয়েব বেপারটা তোকে কি ভাবে বলবো ভেবে পাইতেছি না? .

আমি- আরে চাচা এতো ভাবার কি আছে

আমি তো আপনার ছেলের মতো আমি।

.

চাচা- এইজন্যই তদের কে আমার এতো ভালো লাগে?

. আমি- একটু কনফিউজ হয়ে জিগ্যেস করলাম তদের বলতে কি চাচা

বুঝতে পারলাম না?

.

চাচা- তদের বলতে শিবিরের সবাইকে বুঝিয়েছি!

.

আমি- চাচার কথা শুনে আমার মনে হচ্ছিল আমি মনে হয় স্বপ্ন দেখতেছি।

আমি আবার জিগ্যেস করলাম চাচা শিবিরের ছেলেরা হঠাত্ করে এতো

ভালো হলো কি করে আপনার কাছে??

.

চাচা- সুয়েব যাই বলিস না কেন আমাকে আমার মেয়ের জন্য শিবির কোন

এক কমীর্ দেখিস দয়া করে ! .

আমি- চাচা শিবির মাঝে এমন কি দেখলেন

হঠাত্ করে !মাথা ঠিক আছে তো আপনার?

.

চাচা- দেখ মেয়েদের দায়িত্ব নেওয়ার জন্য শিবিরের কমীর্র মতো আর

কি কাউকে পাওয়া যাবে?? .

আমি- চাচা অপনার মেয়ের বিয়ে শিবিরের ছেলের সাথে হয়া সম্ভব না।

.

চাচা- কেন রে??

.

আমি- চাচা আমি তো অলরেডি জামায়াত শিবিরের বিয়ে নিষিদ্ধ করা জন্য আন্দোলন করতেছি!

.

চাচা- তুই তো খুব আজব মানুষেরে সুয়েব

সেইদিনের কথা এখন তোর মনে আছে

হা হা হা তুই না খুব মজার মানুষ

তুই যাই বল বিয়ের বাজারে কিন্তু শিবিরের ছেলেরাই দামী । .

এই কথা বলেই দুজনেই

হেসে উঠলাম।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File