শিবির করার কারনে পরিবার যখন শত্রু। হয়েছিল!

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২৯ মার্চ, ২০১৭, ০৭:১৬:৫৬ সন্ধ্যা

সেদিন খুব কস্ট পেয়েছিলাম যেদিন পরিবারের লোকেরা বলেছিল শিবির

ছাড়তে আর না হয় বাড়ি ছাড়তে।

. সবচেয়ে বেশি ভালোবাসি যারে তার কাছ থেকেও শুনতে হয়েছিল বাড়ি

ছাড়া কথা

.

বাবা তো একদিন বলে ফেলেছিলেন যে শিবির না ছাড়লে বাড়ি ছাড়তে

হবে।

. প্রিয় বাবার কাছ থেকে এইরূপ কথা শুনার পরেও

কিছু বলতাম না চুপ থাকতাম নিরবে বসে চোখের জল ফেলতাম

.

তখন আম্মু এসে সাহস দিতেন যে যাই বলুক তুই তোর পথ থেকে পিছনে

ফিরে থাকাবি না।

. তুই মনে কর তোর এই পৃথিবীতে কেউ নেই

শুধু তোর আল্লাহ ছাড়া তুই মুটেও ভেঙে পড়বি না যার কেউ নেই তার

আল্লাহ আছে !

তুই তো সেই আল্লাহর সৈনিক তুই যদি এইরকম সামান্য বিষয় নিয়ে মন

খারাপ করে থাকিস তাহলে চলবে না বাবা!

. কারণ তোদের দিকেই তাকিয়েই আছে অসহায় মজলুম হাজারও সন্তান

হারানো মায়েরা।

হাজারও ভাই হারা বোনেরা

হাজারও সন্তান হারা বাবারা

তুই মনে রাখিস আল্লাহর এই পথে চলতে গিয়ে যদি তোর মৃত্যু হয় তোর

মা একটু চোখের পানি ফেলবে না। আমার কি ভাগ্য দেখ আমার চার ছেলের মাঝে তুই শুধু একজন যে আমাকে শহীদের মা উপহার দিতে

পারবে।

.

তুই তো জানিস তোর এই মা তোকে কখন ভুল বুঝেনি আর বুঝবেও না।

.

কারণ তুই আল্লাহর সৈনিক তুই শুধু আমার ছেলে নয় তুই শহিদ কাফেলার লক্ষ লক্ষ ছেলে হারা মায়ের সন্তান ।

.

তুই দেখিস একদিন আমাদের পরিবারের সবাই তোকে বুঝতে পারবে

তোকে নিয়ে একদিন গবর্ করবে॥

মার কথা গুলি শুনার পড় থেকে কখন যে দুটি চোখ নোনা জলে ভিজে

গিয়েছে বলতে পারনি। মা যে কতগুলি বলেছিলেন আজ তা অক্ষরে অক্ষরে প্রমাণ হচ্ছে যে পরিবার বলেছিল শিবির ছাড়তে আজ সেই

পরিবার বলতেছে শিবির করতে।

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File