অনুগল্প: মোজাম্মেল মিয়ার সাতকাহন
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ২৯ মার্চ, ২০১৭, ০৮:৩১:১৭ রাত
_ এ্যাই রিক্সা যাবে।
_ হু যামু ,সিগারেটের শেষাংশে শেষ টান দিয়ে মুখ ভরে ধোয়া ছাড়তে ছাড়তে বলল বাদশা মিয়া।বাবা মা আদর করে নাম রেখেছিল বাদশা মিয়া।এ ছেলে হয়তো একদিন বাদশাহী করবে।তারা কি জানতেন এই রাজা বাদশার যুগ কত আগেই পেরিয়ে গেছে।যখন সব্বাই ইঞ্জিন চালিত রিক্সা চালায় আর তখন শরীরের ঘাম ঝরিয়ে পা দিয়ে রিক্সা চালায়।এতে নাকি রোজগারে হারাম হওয়ার কিঞ্চিৎ সম্ভাবনা নেই।
_কই যাবেন স্যার।।
_এইতো ধোয়াশার মোড়।জায়গাটার নাম কেন ধোয়াশার মোড় এটাই মোজাম্মেল র কাছে অদ্যাবধি ধোয়াশা।তবে লোকমুখে শোনা যায়।এ মোড়ে নাকি দুটো বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ।বহুলোক হতাহত হয়েছিল।চালকরা জবানবন্দী দিয়েছিল তারা নাকি সামনে কোন গাড়ি দেখে নি,দেখেছিল ধোয়া।তারপর এমন নামকরন।
_ স্যার ভারা কিন্তু পনের টাকা।
মোজাম্মেল মিয়া পকেটে হাত ঢুকিয়ে আন্দাজ করল পকেটে একটা দশ টাকার নোট আছে।।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন