তনু ক্ষমা করো:তুমি নয় ধর্ষিত বাংলাদেশ.....??
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ২৩ মার্চ, ২০১৬, ১১:৫৮:৩২ রাত
তনু ধর্ষিত হয়েছে এ লজ্জায় কার আঁচলে মুখ লুকাবে বাংলাদেশ।অন্য কোন তনুজ্বীর আঁচল খুজবে।সেই আঁচলেই তো নিজেকে রক্ষা করতে পারছে না।তনু তোমার জন্য অনুভূতি হয় না।আমার অনুভূতি বিবেকবোধ বারবার ধর্ষিত হয়েছে ইয়াসমিন কিংবা গারো তরুনী সাথে চলন্ত মাইক্রোবাসে।
তবুও একটা প্রশ্নই উকিঁ দিচ্ছে মনে.......??
এমন একটা প্রোটেকটিভ এলাকায় কিভাবে ধর্ষণের পর হত্যা করা হয় তনুকে॥
এও কি সম্ভব .........??
যারা এতো কাল ধর্ষণের জন্য পোষাক কে দায়ী করে আসছেন তনুকে দেখে তারা কি বলবেন।
"আসলে পশুর কোন কারন লাগে না" .........
JusticeForTonu
ফটো ক্রেডিট:পল্লব
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন