তনু ক্ষমা করো:তুমি নয় ধর্ষিত বাংলাদেশ.....??

লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ২৩ মার্চ, ২০১৬, ১১:৫৮:৩২ রাত



তনু ধর্ষিত হয়েছে এ লজ্জায় কার আঁচলে মুখ লুকাবে বাংলাদেশ।অন্য কোন তনুজ্বীর আঁচল খুজবে।সেই আঁচলেই তো নিজেকে রক্ষা করতে পারছে না।তনু তোমার জন্য অনুভূতি হয় না।আমার অনুভূতি বিবেকবোধ বারবার ধর্ষিত হয়েছে ইয়াসমিন কিংবা গারো তরুনী সাথে চলন্ত মাইক্রোবাসে।

তবুও একটা প্রশ্নই উকিঁ দিচ্ছে মনে.......??

এমন একটা প্রোটেকটিভ এলাকায় কিভাবে ধর্ষণের পর হত্যা করা হয় তনুকে॥

এও কি সম্ভব .........??

যারা এতো কাল ধর্ষণের জন্য পোষাক কে দায়ী করে আসছেন তনুকে দেখে তারা কি বলবেন।

"আসলে পশুর কোন কারন লাগে না" .........

JusticeForTonu

ফটো ক্রেডিট:পল্লব

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363465
২৪ মার্চ ২০১৬ সকাল ০৭:২৫
চেতনাবিলাস লিখেছেন : তনু সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এই তনু কী জংগী? তার পোশাক দেখে তো সেরকম ই মনে হয়। এদেশে খোলামেলা পোশাকের কেউ ধর্ষিত হলে কথিত মানবতাবাদী সিন্ডিকেট খুবই প্রতিক্রিয়া দেখায়। কিন্তু এই তনুর ঘটনাতো মিডিয়ার তেমন আলোচনা সৃষ্টি করেনি। তাহলে কেসটা কী???
363484
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৯
আবু জান্নাত লিখেছেন : দেশের রক্ষকরাই আজ আফ্রিকাসহ সারা বিশ্বে ধর্ষণকার্য্য সম্পাদন করে চলেছে। আজ তাদের ঘরেই এখন ধর্ষন ও হত্যা। কার কাছে বিচার চাইবো ভাই। শিয়ালের কাছে মুরগী বর্গা নয় কি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File