একটি সুখ কবিতা
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৭:৪৩ দুপুর
ছেলেটি অনেক সুখস্বপ্ন কাতুরে ছিল।
ঘুমে নয় জেগেই স্বপ্ন দেখত।
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখত তাও নয়।
বেঁচে থাকার স্বপ্ন দেখত।
বাঁচার মতো....?
সুখ পাখি উরবে আশপাশে।
সুখ বাতাস বইবে ডান-বামে,
কানে ধ্বনিত হবে সুখ সুর॥
সুখ খুজেছিল চিকন চাল আর মুরগির রানে নয় মোটা চাল কিংবা সস্তা ডালে।
অট্টালিকায় নয় কুড়োঘরে সুখের সন্ধান করতো সুখ-স্বপ্ন বিভোর বালক।
কিন্তু বড়ই কপালপোড়া;
সারাজীবন শুধু সুখের স্বপ্ন দেখেই গেল ॥
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন