গ্যাসের অপচয় এবং ব্যয় দুটোই রোধে এবার চট্টগ্রামে প্রি-পেইড মিটার

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৩:৫২ দুপুর



২০২১ সালের মধ্যে চট্টগ্রামের সাড়ে পাঁচ লাখ আবাসিক চুলাতে প্রি-পেইড মিটার বসছে এবার। ২৪৬ কোটি ৫৬ লাখ টাকার প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ৬০ হাজার চুলাকে এ প্রকল্পের আওতায় আনবে সরকার। দ্বিতীয় পর্যায়ে ৪ লাখ ৬০ হাজার গ্রাহকে প্রি-পেইড মিটার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর নাসিরাবাদ, ষোলশহর, খুলশী, লালখান বাজার, চাঁন্দগাঁও, চকবাজার, আন্দরকিল্লা, পাঁচলাইশ ও হালিশহর এলাকায় এসব চুলা বসানো হবে। সরকারের এমন প্রকল্পে প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে গ্যাসের অপচয় এবং ব্যয় দুটোই কমবে এবং অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবে বন্দর নগরী চট্টগ্রাম।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352657
০৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৯
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : গোটা দেশে গ্যাস, পানি, বিদ্যোৎ, টেলিফোন ইত্যাদি সবকিছুই ফ্রি পেইড মিটার সিস্টেম করা আবশ্যক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File