একজন কাশেম বিন আবু বকর
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০১ মে, ২০১৭, ১০:০৩:২২ সকাল
ফুটন্ত গোলাপ উপন্যাসটি পড়েছিলাম বছর দশেক আগে এলাকার বড় ভাই আলী আকবরের বদৌলতে।নতুন ভাবিকে উপহারের জন্য এনেছিল।ভালো লেগেছিল।লেখক কাশেম বিন আবু বকর কে তখন এতটা চিনতাম না।দেশীয় মিডিয়া হঠাৎ করেই এ লোকটাকে লিড করে প্রচার শুরু করছে ।তাও পজেটিভ মানসিকতা থেকে নয়।যখন বিদেশী মিডিয়া এ লোকটাকে কভার করল ইসলামিক লেখক হিসেবে।আর তখনি দেশি মিডিয়া আর ফেবু সেলিব্রেটিদের চুলকানী শুরু হলো।আরে ভাই ,এতো সমালোচনা করেন ক্যান।ইনি ঠাকুরের মতো বিশ্ব কবি নন তাই।কাশেম সাহেব কি কখনো দাবি করেছেন তিনি ইসলামিক লেখক।তিনি ইসলামিক ভাবধারায় লেখেন এটা স্বীকার করেছেন।প্রেমের উপন্যাস কি ইসলাম সমর্থন করে।সমর্থনের কথা বাদ দ্যান,বিখ্যাত লেখকদের সুরসুরিদায়ক লেখার চেয়ে এনার লেখা অনেক ভালো।
থাবা বাবা ওরফে রাজিব হায়দার কিংবা অমি পিয়ালরা চটি লিখে সম্মানিত হয় আর কাশেমরা ইসলামিক ভাবধারা লেখে বলে আমাদের চুলকায়।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এগুলোই তো সুশীলদের ভয়ে কারণ।
সামু এক পোস্টদাতার কথায় সুর মিলিয়ে বলতে চাই
যার বইয়ের ৩০ তম সংষ্করণ বের হয় , কপি ২ লাখ ছাড়িয়ে যায় তাকে নিয়ে তো সমালোচনা হবেই।
ওনার নিজের বক্তব্য শুনুন।
বিয়ের আগ পর্যন্ত ও নায়িকার কোন ফিজিক্যাল কন্টাক্ট ছিল না ।দেশীয় মিডিয়ার ও বিদেশী মিডিয়া বদৌলতে তাকে জানলাম। সফল লেখক।
মন্তব্য করতে লগইন করুন