বিবস্ত্র হয়ে সহবাস কি জায়েজ ? ? ?
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৭ ডিসেম্বর, ২০১৬, ০১:৫৪:১৯ দুপুর
সম্পূর্ণরুপে বিবস্ত্র মূলত লজ্জাহীনতার পরিচয়।শরীয়তে তা হারাম নয়। ঘর
বা রুম বন্ধ থাকলে এবং
সেখানে স্বামী-স্ত্রী
ছাড়া অন্য কেউ না থাকলে
পর্দার দরকার নাই। স্বামী-
স্ত্রী একে অন্যের লেবাস
বা পোশাক। উভয়ে উভয়ের
সব কিছু দেখতে পারে। মহান
আল্লাহ বলেছেন, যারা
নিজেদের যৌনাঙ্গকে
সংযত রাখে। তবে তাদের
স্ত্রী ও মালিকানাভুক্ত
দাসীদের ক্ষেত্রে সংযত
না রাখলে তারা তিরস্কৃত
হবে না। অতঃপর কেউ
এদেরকে ছাড়া অন্যকে
কামনা করলে তারা
সীমালংঘনকারী হবে।
[সুরা মুমিনুন, আয়াত : ৫-৭]
আরো ইরশাদ হয়েছে, এবং
যারা তাদের যৌন-অঙ্গকে
সংযত রাখে; কিন্তু তাদের
স্ত্রী অথবা
মালিকানাভূক্ত দাসীদের
বেলায় তিরস্কৃত হবে না।
অতএব, যারা এদের ছাড়া
অন্যকে কামনা করে, তারাই
সীমালংঘনকারী। [সুরা
মাআরিয, আয়াত : ২৯-৩১]
উল্লেখ্য আলোচ্য আয়াতে
মালিকানাভূক্ত দাসী
বলতে আমাদের বাড়ী-ঘরে
কাজের মেয়ে নয় বরং
জিহাদের ময়দানে বন্দীকৃত
নারীদেরকে গনিমতের মাল
হিসাবে ধরা হয়েছে। এখন ঐ
ব্যবস্থা রহিত করা হয়েছে।
স্বামী-স্ত্রী বিবস্ত্র হয়ে
সহবাস করতে শরীয়তে কোন
বাধা নাই এবং একে অপরের
গোপন অঙ্গ দেখতে পারবে।
[ফাতওয়া ইবনে উসাইমিন]
রাসুল [সা.] বলেছেন, তুমি
তোমার স্ত্রী ও দাসী
ছাড়া অন্যের নিকটে
গোপনাংগের হেফাজত কর।
সাহাবী বললেন, হে রাসুল
[সা.]! লোকেরা আপোসে এক
জায়গায় থাকলে? তিনি
বললেন, যথাসাধ্য চেস্টা
করবে, কেউ যেন তা মোটেই
দেখতে না পারে। সাহাবী
বললেন, হে রাসুল [সা.]! কেউ
যদি নির্জনে থাকে? তিনি
বললেন, মানুষ অপেক্ষা
আল্লাহ বেশী হকদার যে,
তাকে লজ্জা করা হবে। [আবু
দাউদ, তিরমিজী, ইবনে
মাজাহ, মিশকাত: ৩১১৭]
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গায়ে কাপড় চোপড় রেখে সেক্স করলে মজা পাওয়া যায় না ।
একে অন্যের শরীরের স্পর্শ পেতে হবে যদি উন্নত যৌন জীবন যাপন করতে চায়
মন্তব্য করতে লগইন করুন