অদ্ভূত অনুভূতি মেয়েকন্যা ভালোবাসা নিয়ে নিজেকে নিজেই প্রশ্ন বসি!
লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ২৭ মার্চ, ২০১৭, ০৮:১৪:১৬ রাত
তুই কেমন মানুষ?
.
- কেন তুই কি জানিস না আমি কেমন মানুষ ?
.
জানি তুই কেমন মানুষ বড় অদ্ভূত মানুষ তুই!
.
- কেন অদ্ভূত কেন?
.
বাহ মনে হয় ওনি কিছুই জানেন না
তুই না বলেছিলে তুই মেয়েকন্যা কে ভালবাসি !
কই তোর মাঝে তো ঐ মেয়েটার জন্য কোন ভালবাসা দেখি না!
.
- তোরে আমার মন কেটে দেখাতে হবে নাকি ওরে কতখানি ভালবাসি আর আমার ভালবাসা তো এক তরফা ও তো আমাকে ভালবাসে না ।
ও যখন আমাকে ভালবাসে না তাহলে শুধু শুধু ওর চিন্তায় পড়ে থেকে লাভ কি?
.
তাহলে মন খারাপ করে বসে থাকিস কেন যেহেতু তুই ওরে ভালবাসি না ।
সবসময় কার চিন্তায় থাকিস কি জিগ্যেস করলে শুধু হাসিস কেন??
.
- জানিনা কেন হাসি তবে একটা জিনিস জানিস কি যখন মন খারাপ থাকে তখন ওর কথা মনে হলে মুখে অটোমেটিক হাসি চোখে পানি চলে আসে!
.
বাহ তাই বুঝি তার মানে তুই মেয়েকন্যা কে ভালবাসিস??
.
- ভালবাসি কি না জানিনা তবে ওকে জিবন থেকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না।
আমি চাই সবসময়েই আমার পাশে থাকো
.
পাগল ছেলে।
.
-পাগল ছিলাম না রে তবে মেয়েকন্যা সাথে পরিচয় হওয়ার পর থেকে পাগল হয়ে গিয়েছি।
ওর মিস্টি হাসি খুব ভালবাসি
ওর কালো আকাশের মতো অভিমান ভালবাসি আর ওর কথা শুনলে কস্ট বেটা কোথায় যে পালিয়ে যায় বুঝাও যায় না যখনই ও আমার সাথে কথা বলে তখন আমি চুপ থাকি নিরবে ওর কথা গুলি শুনার জন্য মনটা ছটফট করে।
.
আচ্ছা তুই মেয়েকন্যা কে কখন বলেছিস কি
ওরে তুই ভালবাসি??
.
- না রে একবার বলেছিলাম কিন্তু ও একটি শতর্ দিয়েছিল সেটা রাখতে পারিনি।
যখন না করে ছিলাম আমি পারবো না।
তখন ও কিছুক্ষণ পড়ে আই লাভ ইউ বলেছিল । সেই একবারই বলেছিল তারপরে আর কোন দিন বলেনি এই লাভ ইউর পিছনে
অনেক কাহিনী আছে ও শুধু আমাকে খুশি করার জন্য আই লাভ ইউ বলেছিল আমি যতটা ধারণা করেছি।
.
তুই ওরে ছাড়া থাকতে পারবি?
.
- না রে কখনই পারবো না ও যে মিশে রয়েছে আমার জীবনের সঙ্গে ওরে ছাড়া কি ভাবে থাকতে পাড়ি তুই বল ।
.
আচ্ছা তুই যখন ওরে ছাড়া থাকতে পারবি
না !বুঝলাম কিন্তু তুই ওরে ফোন কেন দিস না? দুইদিন তিনদিন চলে যায় তুই নিজ থেকে ওরে ফোন করিস না কেন??
.
- তুই এইসব বুঝবি না রে ওরে ফোন দিলে
ভয় হয় কারণ যত সময় যেতেছে ততই আমি দূবল হয়ে যেতেছি ওর উপর।
যদি কোন দি ছেড়ে চলে যায়
আমি তো শেষ হয়ে যাবো রে ওরে স্মৃতি সারাক্ষণ তাড়া করে মারবে।
.
ওরে যদি সত্যি ভালোবাসি তাহলে বলতে ভয় পাচ্ছিস কেন??
.
- একবার তো সাহস করে বলেছিলাম আর বলতে পারবো না রে। খুব ভয় করে ওকে
কারণ আমার জীবনের প্রথম ভাল লাগা ভালোবাসা মেয়েকন্যা থেকেই শুরু হয়েছে
আর ও যদি এখন আমাকে ভুল বুঝে চলে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাবো রে দেখি কতদিন চলতে পাড়ি এই ভাবে।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন