««কত আপন তুমি ছিলে কেন আমাকে কাঁদালে»»

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৬ এপ্রিল, ২০১৭, ০৬:০০:০০ সন্ধ্যা

জানি তুমি আসবে না ফিরে বাসবে না ভালো

আমাকে এ হৃদয়ের এতো কাছে ছিলে তুমিই

মনে কি পরে।

.

জানি তুমি জেনেছ সবই কত রাত্রি কেঁদেছি আমি।

.

জানি তুমি ভেঙেছ

হৃদয় এই কথা জেনে খুব যে দুঃখ হয়।

.

জানি তুমি চলে গিয়েছ অনেক দূরে

আসবে না কখন আর ফিরে।

.

জানি তুমি ভুলে গিয়েছ আমায় মনে পরে না তো আর এই হতভাগা কে।

জানি তুমি আসবে ফিরে বাসবে ভালো আমাকে এই আসা নিয়ে মনটা যে বসে রয়।

.

কত আপন ছিলে তুমি এক মুহুর্তের জন্য ভুলতে চাইনি আমি।

.

হাজার স্কৃতির মাঝে তুমি এখন রয়েছ তুমি।

.

জানি তুমি জেনে শুনে ভেঙেছ হৃদয়ের

এই কথা মনে হলে কস্ট যে খুব হয়।

বিষয়: বিবিধ

১৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File