=-=-=রাত =-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ নভেম্বর, ২০১৭, ০২:৫৫:০৮ রাত
এসো বরং শুয়ে থাকি
ভালোবাসা আরো বাকি
চাঁদ জোৎস্নায় রাত রোশনায়
হয়ে যাক মাখামাখি।
রাত ফুরালেই শিশির ঘাসে
মাস ফুরালেই অভাব আসে
থাক ওসব গুজে রাখি
এসো বরং শুয়ে থাকি।
জানলা খুুলে বেলি ফুলে
ঘ্রাণ দিয়ে যায় রেশমি চুলে
আসলে ঘুম ওম ছেড়ে যাবে নাকি
এসো বরং শুয়ে থাকি।
বিষয়: বিবিধ
৬৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন