টাকাই জীবন - ভাবুক

লিখেছেন লিখেছেন ভাবুক ২৪ নভেম্বর, ২০১৭, ১০:৫২:২০ রাত

কান্না দিয়ে শুরু জীবনের প্রথম বোধ,

হাসতে আমার কষ্ট হয় এনেছে নির্বোধ।

ছেঁড়া কাগজের মতো পড়ে আছি যত্রতত্র,

এই কনকনে শীতে গায়ে নেই একটু বস্ত্র।

পড়ে আছি বস্তিতে কাটছে দিন অনাহারে,

জ্বর হয়েছে তবু দেখলোনা কেউ আমারে।

পাতা কুড়ানির বন্ধুরাও আসছেনা দুদিন,

তাদের মাঝেও লাগছেনা একা আমি হীন।

আমি হলাম মূল্যহীন ধুলাবালির মতো,

টাকা থাকলে রাজা ন্যায় মূল্য আমার হতো।

স্বার্থে মাঝে বন্দী সবাই নেই কেউ আপন,

টাকা জোরে চলছে পৃথিবীর টাকাই জীবন।

বিষয়: সাহিত্য

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File