মাঝি বাইয়া যায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ নভেম্বর, ২০১৭, ০৪:৪৪:০৮ বিকাল
সাম্পান যায় উজানে ছলছলায় ঢেউ
মাঝি ধরে গান বুঝলনা কেউ
" এপার ছাড়ি ওপারে যায়
বললনা কেউ মাঝি সাথে আয়।"
গান শুনে বাহবা, মাঝির গানে
বৈঠার জন্য পানির মন টানে
ও মন বুঝলনা কেউ কেবলি পারাপার
কতো চুড়ি কতো নুপুর তুলে যায় ঝংকার।
ওপার হতে এপার আসে মিনিট কুড়ি
মাঝির মনে তোলপাড়ের গানের ঝুড়ি
বললনা কেউ নদীর মাঝে বৈঠা ছাড় মাঝি
হাত ধরে চল ঝাপ দিই, তোমার সঙ্গে রাজি।
বিষয়: বিবিধ
৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন