আমেরিকা - বৃটেনেও গুম হচ্ছে , সেজন্য এটা বাংলাদেশেও জায়েজ !!

লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ নভেম্বর, ২০১৭, ০৭:৫২:৩২ সকাল



বিদেশ থেকে বাংলাদেশ দেশের জন্য ভাল হয় এমন কিছু আমদানী করতে পারে না বা বিদেশীরা (এমনকি তথাকথিত অকৃত্রিম বন্ধুও) বাংলাদেশকে বাংলাদেশের জন্য ভাল হয় এমন কিছু দেয় না ।

আর আমরা বাংলাদেশীরা হচ্ছি অনুকরণ প্রিয় এবং খারাপটাই অনুকরণ করি। রাজনীতিবিদেরা এক্ষেত্রে এগিয়ে।

গুম - খুন আমেরিকা বৃটেনে হচ্ছে বলে এটা জায়েজ হয়ে গেল ? আওয়ামী লীগের কোন ডাক সাইটে নেতা কি গত ৮-৯ বছরে গুম হয়েছে যেখানে বিএনপিসহ সরকার বিরোধী দলের অহরহ লোক গুম হচ্ছে?

উনার আমলে নারায়ঙগন্জ নাম কামিয়েছে গুমের শহর হিসেবে। উনার কাছে ইলিয়াস আলীর বউ এসেছিল তার স্বামীকে খুঁজে ফিরিয়ে দেবার জন্য । উনি তো দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি , মানবতার মা হিসেবে পরিচিত । উনি কেন পারছেন না ইলিয়াস আলীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেবার কার্যকর ব্যবস্থা করতে ? নাকি যারা গুম করেছে তারা উনার চেয়েও ক্ষমতাধর ?

আমেরিকা বৃটেনে তো সরকারী দল বিরোধী দলের উপর হামলা মামলা চালিয়ে, গুম করে , পিটিয়ে কোন ঠাসা করে রাখে না এবং সেটা নিয়ে '' আন্দোলন করতে পারে না '' বলে ক্ষ্যাপায় না ।

শেখ হাসিনা ও তার দল যদি এতই জনপ্রিয় হয় তাহলে ১৯৯৬ এর মত করে খালেদা জিয়ার ন্যায় সরে গিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় কেন ?

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384496
২৫ নভেম্বর ২০১৭ রাত ১২:৫৯
কুয়েত থেকে লিখেছেন : আওয়ামী লীগের ঝুলিতে মন্দ ছাডা ভালো কিছুই নেই ।জাতিকে দেওয়ার মতো কোনো শিক্ষা ও তাদের মধ্যে নেই তারা বাহির থেকেও মন্দ গুলো গ্রহন করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৭ সকাল ০৯:৫৬
317137
হতভাগা লিখেছেন : এসবের পরিনতি খুব ভাল হয় না দেশের জন্য । উনারা তো থাকবেন ধরা ছোঁয়ার বাইরে ।
384500
২৫ নভেম্বর ২০১৭ রাত ০১:৫৬
২৫ নভেম্বর ২০১৭ সকাল ০৯:৫৮
317138
হতভাগা লিখেছেন : Surprised Surprised Surprised Surprised
384501
২৫ নভেম্বর ২০১৭ সকাল ০৯:৩৯
চোরাবালি লিখেছেন : বাটি ফেরত না আশঙ্কা আছে তাই নির্বাচন দিতে ভয় পায়।
২৫ নভেম্বর ২০১৭ সকাল ০৯:৫৯
317139
হতভাগা লিখেছেন : উনারা বলতেছেন বিএনপিকে পরাজিত করেই ক্ষমতায় যাবেন । বিএনপি কি খেলতে আসবে হাসিনা যদি গদিনসীন থাকে ?
384504
২৫ নভেম্বর ২০১৭ রাত ০৮:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই বছরের শ্রেষ্ঠ কৌতুক, শেখ হাসিনা মানবতার জননী।

লজ্জা শরম সব পানির সাথে খেয়ে ফেলেছে
২৭ নভেম্বর ২০১৭ রাত ০৯:৩৫
317154
হতভাগা লিখেছেন : গত অগাস্ট মাসে বিমানবন্দর হতে বিজয় সরনি পর্যন্ত এই ব্যানারই চোখে পড়েছে বেশী। আপনি আমি মানি আর না মানি দেশের আপামর জন সাধারণ আর রোহিঙ্গারা জেনে গেছে যে হাসুবুর হচ্ছেন মানবতার মা । শান্তিতে নোবেল পাওয়া সূচির যদি এই হাল হয় তার বিপরীতে হাসুবুর অবস্থান নোবেল শান্তি পদক দাতাদের লজ্জায় ফেলে দিয়েছে নিশ্চয়ই।
384508
২৬ নভেম্বর ২০১৭ সকাল ১০:১৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শুধু বাংলাদেশের কেন? বাংলা ব্লগেও জায়েজ আছে!!! আপনি কি খেয়াল করেননি এত্তোদিন ব্লগ থেকে সমস্ত রাঘব বোয়াল সব উধাও হয়ে গেছে দীর্ঘদিন থেকে!
২৭ নভেম্বর ২০১৭ রাত ০৯:৩৬
317155
হতভাগা লিখেছেন : শুধু ব্লগার কেন ব্লগটাও তো গুম হয়ে যায় মাঝে সাঝে ?
384511
২৬ নভেম্বর ২০১৭ রাত ০৮:২৫
আকবার১ লিখেছেন : হতভাগা, ব্লগটি বাঁচিয়ে রেখেছে । প্রায়ই
ট্রাম প্রেসের বিরুদ্ধে কথা বলে।
২৭ নভেম্বর ২০১৭ রাত ০৯:৩৭
317156
হতভাগা লিখেছেন : কেমন চলছে ইসলামী সমাজের কার্যক্রম আপনাকে ছাড়া?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File