আমেরিকা - বৃটেনেও গুম হচ্ছে , সেজন্য এটা বাংলাদেশেও জায়েজ !!
লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ নভেম্বর, ২০১৭, ০৭:৫২:৩২ সকাল
বিদেশ থেকে বাংলাদেশ দেশের জন্য ভাল হয় এমন কিছু আমদানী করতে পারে না বা বিদেশীরা (এমনকি তথাকথিত অকৃত্রিম বন্ধুও) বাংলাদেশকে বাংলাদেশের জন্য ভাল হয় এমন কিছু দেয় না ।
আর আমরা বাংলাদেশীরা হচ্ছি অনুকরণ প্রিয় এবং খারাপটাই অনুকরণ করি। রাজনীতিবিদেরা এক্ষেত্রে এগিয়ে।
গুম - খুন আমেরিকা বৃটেনে হচ্ছে বলে এটা জায়েজ হয়ে গেল ? আওয়ামী লীগের কোন ডাক সাইটে নেতা কি গত ৮-৯ বছরে গুম হয়েছে যেখানে বিএনপিসহ সরকার বিরোধী দলের অহরহ লোক গুম হচ্ছে?
উনার আমলে নারায়ঙগন্জ নাম কামিয়েছে গুমের শহর হিসেবে। উনার কাছে ইলিয়াস আলীর বউ এসেছিল তার স্বামীকে খুঁজে ফিরিয়ে দেবার জন্য । উনি তো দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি , মানবতার মা হিসেবে পরিচিত । উনি কেন পারছেন না ইলিয়াস আলীকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেবার কার্যকর ব্যবস্থা করতে ? নাকি যারা গুম করেছে তারা উনার চেয়েও ক্ষমতাধর ?
আমেরিকা বৃটেনে তো সরকারী দল বিরোধী দলের উপর হামলা মামলা চালিয়ে, গুম করে , পিটিয়ে কোন ঠাসা করে রাখে না এবং সেটা নিয়ে '' আন্দোলন করতে পারে না '' বলে ক্ষ্যাপায় না ।
শেখ হাসিনা ও তার দল যদি এতই জনপ্রিয় হয় তাহলে ১৯৯৬ এর মত করে খালেদা জিয়ার ন্যায় সরে গিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় কেন ?
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লজ্জা শরম সব পানির সাথে খেয়ে ফেলেছে
ট্রাম প্রেসের বিরুদ্ধে কথা বলে।
মন্তব্য করতে লগইন করুন