- আধা ভয় আধা প্রেম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ অক্টোবর, ২০১৭, ০১:২২:০৩ দুপুর
আমি যেমন ভালবাসি আছে অনেক আরো
কেমন করে জনে জনে এতো নিতে পারো।
ভালোবাসি সাড়া পেলে দাও যতো সাড়া
তারাওতো ভালবাসে পাচ্ছে সাড়া যারা।
ভালোবাসা বেড়ে যায় আপদ বিপদ এলে
মাঝে আবার যাই ভুলে শংকা কেটে গেলে।
ভালোবাসি রাতদিন নিদ্রা অনিদ্রায়
এতোএতো ভালাবাসা বল কোথা যায়!
ভালো যতো বাসি তোমায় ভয় হারাবার
ভালো যদি না বাসি যাবে নাকি ঘাড়!
হুমকি ধমকি কম নয় পারো তুুমি বটে
ভয়েভয়ে কেঁদেকেটে ভালবাসা ঘটে।
কেউ বলে ভালো লাগে ভালবাসে তায়
কেউ বলে না ভেসে উপায়তো নাই।
তবু যারা ছেড়ে যাবে ছাড়বেনা তুমি
কান পেতে প্রতিশোধের দামামা শুনি।
ভালবাসা প্রেম আধা বাকিটাতে ভয়
স্বর্গ নরক মাঝামাঝি ঠাঁই পেলে হয়।
বিষয়: বিবিধ
৭০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন