ধর্ম কি রাজনীতি থেকে আলাদা?
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২০ অক্টোবর, ২০১৭, ০২:৪৮:০০ দুপুর
যারা ধর্ম এবং রাজনীতিকে একসুত্রে দাঁড় করানোকে সমর্থন করেন না বা ঠিকনা মনে করেন তারা রাসুল (সা)এর জীবনী ভাল করে জানা দরকার ষ্টাডি করা দরকার।
তা নাকরে মনগড়া বক্তব্য লিখা ঠিক না। আগে জানেন পরে লিখেন।
আর ধর্ম বলতে কোন শব্দ কুরআনে নাই, দ্বীন এসেছে (জীবন যাপনের ব্যবস্থা)।
অযথা বিতর্ক সৃষ্টি করার কোন মানে আছে?
দ্বীনকে রাজনীতি থেকে আলাদা করার মানে কি? রাসুল(সা) এর জীবনের এই অংশকে বাদ দিলেন তাহলে রাসুল (সা) কে কিছু মানলেন আর কিছু না।
রাসুল (সা) রাষ্ট্র পরিচালনা করেননি? যুদ্ধের ময়দানে সেনাপতির দায়ীত্ব পালন করেছেন।
তাই দয়া করে জানুন জানাটা দরকার পরে লিখুন।
যারা ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক না বলে প্রোপাগান্ডা করে এর পিছনে বিশেষ এক কারন আছে।
দুনিয়ার জীবনকে চাকচিক্যময় করে উপভোগ করতে গেলে ধর্মীয় আইন তাদের জন্য বিরাট বাধা।
নিজের ইচ্ছায় যা মনচায় করা যায় না।
সুদ-ঘোষ, মদ-জোয়া, ব্যহায়াপনা ভ্যবিচার অবাধে যা চলছে তা করা সম্ভব নয় তাই তারা ধর্মীয় আইনের বিরোধী।
আর আমরা সাধারন মুসলমান না বুঝেই তাদের সুরে সুর মিলাই, আর যারা ধর্মীয় রাজনীতির সাথে জড়িত তাদের বিরোধীতা করা হয়।ধর্মীয় রাজনীতি যারা করে তারা দুর্নীতি করেনা করতে পারেনা এসব মিথ্যা প্রোপাগান্ডা। এতে তাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হয় যারা ধর্মীয় আইনের বিরোধী, এটা বুঝতে হবে।
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ যদি শেখ হাসিনা বলে সবমুসলিম নামাপ পড়বে তা না হলে ব্যবস্থা, সন্ধ্যা নাগাদ মসজিদে জায়গা হবে না।
কিন্তু মাওলানারা প্রতিদিন বলে কোন কাজ হয় না।
পলিটিক্স এর বিভিন্ন রকমের সংজ্ঞা সমূহ পড়ুন এবং তারপর যারা সাকসেসফুল পলিটিক্স করে ক্ষমতায় এসেছে এবং আছে তাদের কারেকটারস্টিক্স সমূহ জানুন - তারপর বলুন আপনার আমার রাসুল সঃ আদৌ পলিটিক্স কিংবা রাজনীতি করেছিল? না গভার্ন কিংবা ম্যানেজ কিংবা পরিচালনা করেছিল?
Politics is the activities associated with the governance of a country or other areas, especially the debate or conflict among individuals or parties having or hoping to achieve power.
>>>> রাসুলুল্লাহ্ সঃ কি ক্ষমতা নিশ্চিত করতে মক্কা কিংবা মদীনায় অন্যের সাথে কিংবা অন্যান্য স্টেইক হোল্ডারদের সাথে বিরোধে জড়িয়েছেন? না কি উনি মক্কার কোরায়েশদের অফার করা ক্ষমতা নিতে অস্বীকার করেছেন?
Politics (from Greek: Politiká: Politika, definition "affairs of the cities") is the process of making decisions applying to all members of each group. More narrowly, it refers to achieving and exercising positions of governance — organized control over a human community, particularly a state.
>>>> রাসুলুল্লাহ সঃ কি মানুষ ও সমাজের উপর নিজের নিয়ন্ত্রন নিশ্চিত করতে কাজ করেছেন? না কি উনি মানুষদের মানুষের নিয়ন্ত্রন হতে মুক্ত করতে কাজ করেছেন যাতে মানুষ ফেরাউন কিংবা আবু জাহেল কিংবা অধুনা যে কোন রাষ্ট্রনায়কদের নিয়ন্ত্রন হতে মানুষকে ফ্রী করতে কাজ করেছেন?
A variety of methods are deployed in politics, which include promoting or forcing one's own political views among people, negotiation with other political subjects, making laws, and exercising force, including warfare against adversaries.
রাসুলুল্লাহ সঃ কি ওনার ব্যাক্তিগত কোন চিন্তা-ভাবনা অন্যান্য মানুষের উপর জোর করে ছাপিয়ে দিয়েছিলেন?
রাসুলুল্লাহ সঃ কি আইন বানাতেন কিংবা অন্যান্যদের সাথে কনসাল ও নেগোশিয়েশান করে আইন তৈরী করতেন? আইনের বাস্তবায়ন কি জোর করে করতেন?
It is very often said that politics is about power.
>>>> রাসুলুল্লাহ সঃ সব কিছু করেছিলেন নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করতে?
আমার মনে হয় না জানাশোনা কোন মানুষ বলবে রাসুলুল্লাহ সঃ উপরের কোনটা করেছেন।
আমার মনে হয় বেশীর ভাগ মানুষ হয়তো না জানার কারনে কিংবা প্রতারিত হয়ে রাজনীতিকে গভার্নেন্স তথা
1. শাসনকার্য
2. শাসনপ্রক্রিয়া
3. শাসনপদ্ধতি
এর সাথে গুলিয়ে ফেলেছেন। মূলতঃ নবী রাসুল ও খলিফা রা আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করেছেন, ম্যানেজ করেছেন, সমন্বয় করেছেন এবং তা করেছেন ঠিক যেমন একজন ভাল ম্যানেজার করেন।
পলিটিক্স একটা নতুন পেশা যার মূল উপজীব্য হল মিথ্যা বলা, প্রবঞ্ছনা করা, প্রতারিত করা, বল প্রয়োগ করা এবং অন্যকে দাবিয়ে নিজেকে মহিমান্বিত করে প্রকাশ করা। মিথ্যুক, প্রতারক বৃটিশরা মুসলিম সমাজে এ পেশাকে আমদানী করেছে এবং এ পেশাকে মহিমান্বিত করেছে। আর মুসলমানকে ঠকাতে বলে বেড়িয়েছে যে মোহাম্মদ সঃ ও পলিটিক্স করেছে। আসলে উনি কোনদিন মিথ্যা বলেন নি, প্রতারনা করেন নি, উনি ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না।
ধন্যবাদ
কিন্তু মূল বিষয়টাকেই অস্বীকার তো যায় না।
আজ তাই করা হচ্ছে, পদ্ধতি ভুল হতে পারে, সেটা ভিন্ন কথা কাজটাকেই যদি মানা না হয় তাহলে পদ্ধতির প্রশ্নই আসেনা।
আগে বিষয় মেনে তার পর পদ্ধতি খুঁজতে হবে।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন