আযানের ডাকে খোকা জাগে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ নভেম্বর, ২০১৭, ০৩:১৯:৩৪ দুপুর
জাগল সবে ভোর বেলায়
ময়না শালিক টিয়ে
খোকন জাগে দিনটা শুরু
ফজর নামাজ দিয়ে।
নিরব দুপুর গাইছে কুকিল
কুহু আসল ভেসে
একটু খোকন ঘুমিয়ে নেবে
জোহর নামায শেষে।
ব্যস্ত শহর ক্লান্ত শহর
পাখীর ডাকাডাকি
জাগল খোকন আযান শুনে
আসর নামাজ বাকী।
সন্ধ্যে হলে পাখীর ডানায়
ঘরে ফেরার তাড়া
ওযুর পানি যায় গড়িয়ে
মাগরীবে দাও সাড়া।
নামাজ শেষে পড়তে বসে
খোকন এবার ভাবে
এশার নামাজ শেষ করে সে
রাতের খাবার খাবে।
রাত নিঝুম জোনাক জ্বলে
জোৎস্না আসে ঘরে
খোকান সোনা ঘুমিয়ে আছে
তাওহীদ সঙ্গে করে।
বিষয়: বিবিধ
৬১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন