কণস্টান্টিনপোল আর খন্দকের অবরোধ কি হারাম ছিল?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ অক্টোবর, ২০১৭, ০৩:০৩:৩০ দুপুর
কণস্টান্টিনপোল বিজয়ের হাদীস পড়ে আমরা পুলকিত হই, খন্দকের যুদ্ধের কৌশল নিয়ে আমরা গর্ব করি
কনস্টান্টিনপোলকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আর খন্দকের যুদ্ধে খন্দক খনন করে কাফেরদের পথ রুদ্ধ করে দেয়া হয়েছিল।
এই দুই ঘটনার বিষয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কি মত?
ঐ দুই কাজ যারা করেছিলেন তাদের ঈমানের ব্যাখ্যা কি?
হরতাল হারাম হওয়ার কন্টেস্টে ঐ দুই ঘটনাও কি হারাম না?
আর যারা ঘটনা ঘটিয়েছিলেন তাদের ঈমানও কি চলে যায়নি? (নাউজুবিল্লাহ)
আশা করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তার লাইনের আহলে হাদীসের দাবীদাররা এর সঠিক জবাব দিবেন অন্যথায় তাদের বক্তব্য প্রত্যাহার করবেন এবং নাকে ক্ষত দিয়ে নিজেদের ভুল স্বীকার করে নিবেন।
বিষয়: রাজনীতি
৭৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন