উমায়রা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ অক্টোবর, ২০১৭, ০১:৩২:২৭ দুপুর
উমায়রা মনির পড়ালেখা নয়তো, যা তা
পড়া মানে বই ছেড়া লেখা মানে খাতা।
উমা আপুর স্কুল ব্যাগ, কলম, পেন্সিল, রং
সেখানটাতে মনযোগ, করে নানান ঢং।
হাতে পায়ে আকিবুকি 'মা' যে বলে ইশ টি
ঠোটে গালে লাল আর লিপিষ্টিক খেতে মিষ্টি।
তোর যাতনায় যাবো চলে যেদিক যেতে পারি
বিছানাটা খেলার মাঠ, বালিশ ঘোড়ার গাড়ি।
কোথায় গেল আপুর স্কেল রান্না করার কাঠি
দু'ঘা আজ চালিয়ে দেবে উল্টো ধরে ছাতি।
হাসতে হাসতে পালায় এবার লুকায় খাটের নিচে
খুঁজতে থাকে মা জননী আলমারীটার পিছে।
অনেক হলো আসো এবার গোসল সেরে খাওয়া
মায়ের বুকে ঘুমায় বুড়ি অমূল্য এক ধন পাওয়া।
বিষয়: বিবিধ
৬৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা দান করুন।
মন্তব্য করতে লগইন করুন