জামায়াত নেতাদের গ্রেফতার, বুল হোয়েলের কত তম চাল?

লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ অক্টোবর, ২০১৭, ০২:৩৮:৩১ দুপুর

বুল হোয়েল গেইমের আবিষ্কারককে ধন্যবাদ দেয়া যায়না তবে এটা বলা যায় যে সময় মতই আমরা এর অনিষ্টতা সম্পর্কে জানতে পেরেছি।

১৮ বছরের নিচের কিশোর কিশোরি ও শিশুদের জন্য সবধরণের খেলাই বিপদজনক আর ১৮+ এর জন্য আন্ডার ১৮ খেলা মহাবিপদজনক।

বর্তমান সরকার এখনও ১৮- তাই সে মনে হয় বুল হোয়েলই খেলছে তবে জামায়াত নেতাদের একযোগে গ্রেফতারটা কি ৪৮ তম চাল নাকি ৪৯তম তা বুঝতে পারছিনা তবে এটা বুঝতে পারছি যে এটা

অবশ্যই ৪০+ চাল।

দেখাযাক ৫০তম চাল কবে চালে এবং শেষ পরিণতিইবা কি হয়?

এটা শিউর যে ৫০তম চালের পরে, চাল ডাল তরিতরকারি সব এক হয়ে যাবে আর এমনটা হলে তার পরে এই খিচুড়ি বন্টনের দায়িত্ব কারা পাবে? সামারিক নাকি বেসামরিক লোকেরা?

বিষয়: রাজনীতি

৯২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384175
১০ অক্টোবর ২০১৭ দুপুর ০২:৫৮
হতভাগা লিখেছেন : ৭১ সালে জামায়াত যে ব্লু হোয়েল গেমটি খেলা শুরু করেছিল এখন সেটার শেষ পর্যারের খেলা ।

তারা নিজেদের কবর খনন করিয়েছে আওয়ামী লীগের হাতে সেই ১৯৯৪-৯৫ সালে যখন তাদের হাতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা তুলে দিয়েছিল তৎকালীন মিত্র বিএনপির বিরুদ্ধে গিয়ে ।

১০ অক্টোবর ২০১৭ বিকাল ০৪:৫৪
316905
আবু জারীর লিখেছেন : সেজন্য জামায়াতের দোষ ৪০% হলে বিএনপির ছিল ৬০% যার মাশুল এখন উভয় দলের সাথে সাথে বাংলাদেশের ৯০% জনগণ দিচ্ছে।

প্রত্যেকটা বিল্পবী দলই বুল হোয়েল খেলে তবে ১৮ এর নিচে খেলাটা বিপদজনক যেটা জামায়ত ১৫ বছর বয়সেই খেলা শুরু করেছে। তাদের উচিৎ ছিল ১৮ পর্যন্ত অপেক্ষা করা।
১০ অক্টোবর ২০১৭ বিকাল ০৫:২৯
316906
হতভাগা লিখেছেন : স্ট্যাট্রেজিক শত্রু আওয়ামী লীগকে বিশ্বাস করাই ছিল জামায়াতের ব্লু হোয়েল গেম খেলার আগ্রহের বহিঃপ্রকাশ। গতকাল উত্তরা কেসে সেটারই ধারাবাহিকতা দেখা গেছে।

দূরদর্শী রাজনীতির করার দাবীদার জামায়াতের সে সময়ের বোকামী আওয়ামী লীগকে আগামী আরও ৩/৪ টার্ম নিশ্চিন্ত থাকতে সাহায্য করেছে।
১২ অক্টোবর ২০১৭ দুপুর ০১:৫০
316919
আবু জারীর লিখেছেন : তখন আওয়ামিলীগের পিছনে ছিল শুধু ভারত আর এখন পুরবিশ্ব!

পুর বিশ্বকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে অথবা এভাবেই খুড়িয়ে খুড়িয়ে পথ চলতে চলতে পরপারে চলে যেতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File