----- ১১০ -----

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০১:৪৮ বিকাল

চালের দাম বাড়ছে বাড়ুক

তাতে কারো হাত নাই

ওল্টে দেখুন ঢাকনা হাড়ির

কার হাড়িতে ভাত নাই।

ক্রয় ক্ষমতা বাড়ছে বলেই

বাড়বে দাম সবকিছু

চালের দাম বাড়লে কেন

মিছে লাগো তার পিছু।

দাম বেড়েছে হৈ হল্লা

বাড়লে বেতন চুপ কেন?

ভরা পেটেই মিছিল মিটিং

গালে চর্বির স্তুপ যেন।

চালের দাম বাড়ছে বাড়ুক

দেব আবার দশ টাকায়

শর্ত নাহয় জুড়ে দিলাম

দশের আগে এক লাগায়।

বিষয়: বিবিধ

৫৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384003
১৭ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৯:৫১
হতভাগা লিখেছেন : ৩০ টাকায় চাল খাব না

ধানের শীষে ভোট দেব না

১০ টাকায় চাল খাবো

নৌকায় ভোট দেব
১৮ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০:৪২
316827
বাকপ্রবাস লিখেছেন : দশের আগে এক লাগাও
একশো দশে চাল খাও
১৮ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:০১
316830
হতভাগা লিখেছেন : একশো দশে পোলাউর চাইল

খেয়েছি ভায়া গত কাইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File