নোবেলের অশান্তি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১১:৪৩ বিকাল
সূচির কাছে নোবেল আছে
হাসিনার তা নাই
বল দেখি কে বেশী
এগিয়েছে মানবতায়!!
কার হাতে কতো দাগ
খুন গণহত্যার
হিসেবটা বুঝতে
নোবেল কি দরকার?
তবু যারা রাতদিন
চেচায় নোবেল দিন
হায় বোকা স্বার্থবাজ
রেখে দিলাম থুথু ঘিন।
মানবতার কল্যাণে
যদি থাকে মনোপ্রাণ
মেকি সে নোবেলের
নেয়নাতো মিছে ঘ্রাণ।
বিষয়: বিবিধ
৫৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না পেলে এবার আসবে তবে লাগাতার কর্মসূচি
মন্তব্য করতে লগইন করুন