নোবেলের অশান্তি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১১:৪৩ বিকাল

সূচির কাছে নোবেল আছে

হাসিনার তা নাই

বল দেখি কে বেশী

এগিয়েছে মানবতায়!!

কার হাতে কতো দাগ

খুন গণহত্যার

হিসেবটা বুঝতে

নোবেল কি দরকার?

তবু যারা রাতদিন

চেচায় নোবেল দিন

হায় বোকা স্বার্থবাজ

রেখে দিলাম থুথু ঘিন।

মানবতার কল্যাণে

যদি থাকে মনোপ্রাণ

মেকি সে নোবেলের

নেয়নাতো মিছে ঘ্রাণ।

বিষয়: বিবিধ

৫৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384004
১৭ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৯:৫৩
হতভাগা লিখেছেন : হাসুবুর নোবেল প্রাইজ এবার আর ঠেকায় কে

১৮ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০:৪১
316826
বাকপ্রবাস লিখেছেন : বিগত দিনের খুম, গুম, জখম হিসেব কাউন্ট করলে অবশ্য ঠেকিয়ে যাবে
১৮ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:০৪
316831
হতভাগা লিখেছেন : কোন কারণে শান্তির নোবেল পেল মায়ানমারের সূচি

না পেলে এবার আসবে তবে লাগাতার কর্মসূচি
১৮ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:১৪
316833
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File