বাংলার আকাশ রাখিব উন্মোক্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫৯:১৫ দুপুর
কেমনতর সরকার
আকাশসীমা লঙ্ঘন করল
প্রতিবাদ দরকার।
ঘুমালে কি আর চলে
ঘুমাও তোমরা রাজপ্রশাসন
খোকন পাকায় দলে।
আসুক আবার দেখি
গুলতি হাতে খোকার দল
সীমান্তে দিল রেকি।
লজ্বা পেল সবে
তবুও সরকার ঘুমিয়ে রইল
জাগবে বল কবে?
বিষয়: বিবিধ
৬৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসুবু পারে পার্বত্য অন্চলে ব্যাপক সেনা ডিপ্লয় করে বার্মাকে ফাঁপড়ে রাখতে এবং চামে জন্তু লারমাদের শেপে নিয়ে আসতে।
ওরা চপার উড়িয়েছে? আমরা মিগ উড়াবো।
মন্তব্য করতে লগইন করুন