পৃথিবী জুড়ে মুসলমানরা মার খাচ্ছে কেন??
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০১:১২:৩৪ দুপুর
(তোমরা আল্লাহর রুজুকে মজবুত ভাবে ধারন কর বিচ্ছিন্ন হইওনা)
মুসলমানরা ছিলো বীরের জাতি কিন্তু সেই মুসলমানরাই আজ পৃথিবীতে সব চাইতে অসহায়, তাদের আজ নিঃশেষ করে দেওয়া হচ্ছে প্রতিবাদ করার সামান্য ক্ষমতাটুকুও নাই।
তাদেরকে অমানুষিক নির্যাতন ভোগ করতে হচ্ছে।
বিশ্ব চক্রান্তে ঘোর পাক খাচ্ছে, রোহিঙ্গাদের নিজ দেশথেকে তারিয়ে অন্যদেশে আশ্রয় নিতে হলো, মুসলমানদের ভাগ্যের কি নির্মম পরিহাস।
শুধু রোহিঙ্গা কেন বিশ্বের অনেক দেশের মুসলিমদের অবস্থাও তাই।
মার খেয়ে ঘুরছি আবার তাদের দ্বারে দ্বারে যারা করুনা করে আবার লাথিও মারে।
এর মূল কারন কি? তাকি মুসলমানরা চিন্তা করে বা করেছে একবারও???
আল্লাহ বলেছে কুরআন এই জন্য দেই নাই যে তা তোমাদের হাতে বর্তমান থাকা সত্যেও তোমরা অসহায়ের মত থাকবে।
আরও বলেছেন তোমরা ইস্পাত নির্মিত প্রাচিরের ন্যায় আমার দ্বীনকে আঁকড়ে ধর বিচ্ছিন্ন হইওনা।
আজ কুরআানের এই আদেশকে অমান্য করার কারনেই মুসলমানদের এই অবস্থা।
আমরা আজকের সমাজে যারা কুরআনের ধারক বাহক বলে দাবি করে, সাধারণ মুসলমান যাদের কথাকে প্রাধান্য দেয় তারাই সব চাইতে বিচ্ছিন্ন, একে ওপরের প্রতি কাঁদা ছুঁড়াছুঁড়িতে লিপ্ত, ফতুয়া বাজিতে লিপ্ত।
শির্ক এবং বিদাতের আগমন তাদের কাছ থেকেই সমাজে আজ প্রতিষ্টিত যা আজ দেখতে পাওয়া। কেউ এসব করছে আর অন্যরা মৌন সমর্থন দিচ্ছে।
এছাড়া বিশ্বের মুসলিম রাষ্ট্র গুলিতে ঐক্য নাই একে অপরের প্রতি শত্রুভাবাপন্ন মানষিকতা।
বরঞ্চ ভিন্নধর্মী রাষ্ট্রের সাথে সখ্যতা বেশী, ওদের সামান্য দানে বা প্রশংসায় গদ গদ হয়ে যায় নিজের জাতি স্বত্বা ভুলে।
কুরআনের ঐ নির্দেশকে অমান্য করে কার শক্তি আছে সম্মানের সহিত শান্তিতে থাকতে পারে, এটাত তো ঈমানের ঘোষনার বিপরিত, আজ মুসলমানা নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই এই দুর্দিন।
কুরানের শিক্ষায় শিক্ষিতরা সমাজের নেতৃত্বে থাকার কথা ছিলো তারা আজ মুর্খদের আঙ্গাবাহ দাসের মত।
যেহেতু আল্লাহর কুরআন বাদ দেওয়া হয়েছে,রাসুলের প্রকৃত শিখানো রাস্তা ছেড়ে নিজেদে দুনিয়ার স্বার্থেী জন্য মনগড়া ভাবে চলাই আজ এই বিপর্যয়ে মূল কারন।
এর প্রতিকার একটাই মানষিকতার পরিবর্তন করে, ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে,এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরুপ ভেবে এক হয়ে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে।
তাহলে মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে এটা আল্লাহর ওয়াদা নচেৎ যা হচ্ছে তাই হবে আফসোস করে লাভ হবে না।
ভাবতে হবে মুসলমান কি নামে হয় নাকি কাজে প্রমান করতে কুরআনে শিক্ষানুযায়ী।
আল্লাহ মুসলমানদের বুঝার তৌফিক দিন, মাপ করুন এবং সাহায্য করুন।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন