আরাকানের খুকুমণি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৭, ০১:৩৩:০০ রাত



মা ডাকে খুকুমণি

কোথায় গেলি আয় এখনি।

রক্তিম মেঘ আকাশে

ঝড়ের বেগ বাতাসে।

আগুন ঝড় আরাকানে

পালাও পালাও যে যেখানে

পুড়লো ভিটে ঘরবাড়ি

পোড়া গন্ধ আকাশ ছাড়ি।

ছাই ভস্ম চারপাশে

খুকুমণি না আসে।।

কাঁপছে দুরু মায়ের মন

খুঁজলো সারা পাহাড় বন

রইল বাকি নাফ নদী

খবর দিও পাও যদি।

ডাকলো শকুন আশপাশে

খুকুমণির লাশ ভাসে।।

বিষয়: বিবিধ

৬৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383876
২৮ আগস্ট ২০১৭ সকাল ১০:৫২
ইয়াফি লিখেছেন : হে আল্লাহ! ওদেরকে রক্ষা কর।
২৮ আগস্ট ২০১৭ সন্ধ্যা ০৭:৪৬
316759
বাকপ্রবাস লিখেছেন : আমীন
383884
২৮ আগস্ট ২০১৭ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : হে আল্লাহ ! আপনি মায়ানমার হতে বিধর্মীদের একেবারে নিশ্চিন্হ করে ফেলুন আর সেখানে কেবলই শুধু মুসলমানদের আবাদ করুন - আমিন।
383885
২৮ আগস্ট ২০১৭ রাত ০৯:৩০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File