ফর্সা পাত্রী বনাম চাকরিজীবী পাত্র
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ২৮ আগস্ট, ২০১৭, ০৪:৩৭:৩০ রাত
ফর্সা পাত্রী বনাম চাকরিজীবী পাত্র
-------------------------------
ভালো একটা মেয়ে। কিন্তু কালো বলে বিয়েটা ভেঙ্গে গেল। কেউ তাকে বিয়ে করতে সম্মত না হলেও সবাই যথেষ্ট মায়া অনুভব করল। যাই হোক; এসব মেয়েদের পক্ষে কথা বলার জন্য অনেক নারীবাদি আছে। তারা জোর গলায় পুরুষদেরকে আহবান করে নারীর মনকে অগ্রাধিকার দিতে। ভালো প্রস্তাব। কিন্তু,
একইভাবে পুরুষের জন্য বলার মত কি কেউ আছে? ছেলেটি খুব ভালো। অতি সৎ, ভদ্র ছেলে। কিন্তু কামাই রুজি ভালো না বলে বিয়ে করতে পারছে না। কোন নারীবাদি কি নারীদের শেখাতে পারবে- পুরুষের টাকা নয় মনকে মুল্য দিতে শিখো।
বিয়ের ক্ষেত্রে পাত্রপক্ষ মেয়ের রুপ খুটিয়ে খুটিয়ে দেখে। এটা দেখে অনেকেরই অপমান বোধ হয়। কিন্তু পাত্রী পক্ষ যে খুটিয়ে খুটিয়ে ছেলের কামাই রুজি দেখে সেটা কি বলার মত কেউ আছে? ছেলেটিওত একইভাবে অপমানবোধ করতে পারে। অন্যের দৃষ্টিভঙ্গি বদলাতে বলছেন? নিজের দৃষ্টিভঙ্গি বদলিয়েছেন কি???
ছেলেরা শুধু নারীর মনকে গুরুত্ব দিবে?? আর নারীরা গুরুত্ব দিবে ছেলেদের মন আর চাকরীকে। এ কেমন বিচার?
মেয়েরা যদি বড় চাকরীজীবি ছেলে চাইতে পারে তাহলে ছেলেরা কেন সুন্দরি পাত্রী চাইতে পারবে না?
বিয়েতে মেয়ে পক্ষ যদি ছেলের চাকরী খুটিয়ে খুটিয়ে দেখে; তাহলে ছেলে পক্ষও মেয়ের গায়ের রঙ খুটিয়ে খুটিয়ে দেখবে। এটাই স্বাভাবিক। অপরাধ হলে দুটাই অপরাধ। নয়ত দুটাই ন্যায্য।
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন