ফ্রি অভ্র থাকতে অহেতুক বাংলা টাইপিং শিখে কেন সময়, শ্রম ও টাকার অপচয় করবেন?
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪০:৫২ সন্ধ্যা
ফ্রি অভ্র থাকতে অহেতুক বাংলা টাইপিং শিখে কেন সময়, শ্রম ও টাকার অপচয় করবেন? টাকা না হয় আপনার অনেক আছে তাই বলে সময়ও কি আপনার অফুরন্ত? কেন মুল্যবান সময় নষ্ট করবেন? এ সময় অন্য কাজে দিন। অহেতুক বাংলা টাইপিং না শিখে অন্য কিছু শিখেন কাজে দিবে। অভ্র ব্যবহার করুন। অভ্র ব্যবহার করলে আপনাকে বাংলা টাইপিং শিখতে হবে না। কিবোর্ড বাটন মুখস্ত মনে রাখার প্রয়োজন হবে না। মনে রাখার জন্য অনেক কিছু আছে। সেসবে সময় দিন। অভ্র ফ্রি ডাউনলোড করা যায়। এটা ওপেন সোর্স সফটওয়্যার। তাই এটা ব্যবহার ১০০% বৈধ এবং ঝামেলা মুক্ত। আমার এই লেখাও অভ্র দিয়ে লেখা। অভ্র থাকতে আলতু ফালতু সফটওয়্যার কিনে টাকা নষ্ট করার মানে হয় না। ভাষা হোক উন্মুক্ত।
বিষয়: বিবিধ
৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন