ছেলে-মেয়ের বিয়ে ও অভিভাবকের দায়িত্ব
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ১২ আগস্ট, ২০১৭, ০৪:৫৭:০৬ রাত
ছেলে-মেয়ের বিয়ে ও অভিভাবকের দায়িত্ব
--------------------------------------------
এক ভাই আক্ষেপ করছে প্রেম করেনি এমন পাত্রী নাকি পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে কিভাবে? লেইট মেরেজ সিস্টেমই এর জন্য দায়ী। এখন আর ছেলেমেয়ে বিয়ের জন্য অপেক্ষা করে না। কত বছর আর অপেক্ষা করবে?? ছেলে মেয়েদের সম্পূর্ণ দোষ দেয়াও যায় না। অপেক্ষার সীমা আছে। শীতকালে জ্যাকেট ছাড়া ধৈর্য ধরে কয়েক দিন কাটানো যেতে পারে। একে সবর বলা যায়। কিন্তু কাউকে যদি সম্পূর্ণ শীতকাল জ্যাকেট ছাড়া কাটাতে হয় তবে সেটাকে ধৈর্য বলে না। আর সেই ব্যাক্তিকে শিত শেষ হবার পর গরমকালে জ্যাকেট উপহার দেয়া হচ্ছে নোংরা রসিকতা। একই কাজ করা হচ্ছে যুবক যুবতিদের সাথে। তাদের যখন ভরা যৌবন তখন তাকে সঙ্গি না দিয়ে বরং দেয়া হচ্ছে তখন যখন তার যৌবনে ভাটা পরতে যাচ্ছে। এটা নোংরা রসিকতা। তাইত যুবক যুবতি এখন আর বাবা-মা, সমাজের উপর আস্থা, ভরসা রাখে না। বাব-মা, সমাজ বিয়ে করতে বাধা দিচ্ছে? নো প্রবলেম, যুবক যুবতি এর সমাধান বানিয়ে নিয়েছে। বিয়ে ছাড়াই তারা প্রেম শুরু করে দিয়েছে। বিয়েতে বাধা, প্রেমে-ত বাধা নেই। বউ নিয়ে নিজের ফ্ল্যাটে থাকতে সমস্যা। প্রেমিকা নিয়ে লিটনের ফ্ল্যাটে যেতে-ত সমস্যা নেই। বেশিরভাগ যুবক যুবতির ক্ষেত্রেই বিয়েহিনতার খারাপ প্রভাব পরেছে। এমন কি চরম ধার্মিক ছেলেটিও নারী ঘটিত পাপ থেকে বাচতে পারছে না। সে রাস্তাঘাটে প্রেম না করলেও ঠিকই ফোনালাপ, চ্যাট করছে। বিয়েহিন যুবক বেগানা নারী থেকে ৩০ বছর বয়স পর্যন্ত সংযম পালন করেছে এমন দৃষ্টান্ত অতিমাত্রায় বিরল। বিরল কখনো দৃষ্টান্ত হতে পারে না। আপনি নিজের বুকেই হাত দিয়ে ভাবুন আপনি পেরেছেন কিনা।
যুবক যুবতিকে বিয়েহিন করে রাখলে তারা ছোট অথবা বড় পাপাচারে লিপ্ত হবেই। এই পাপের দায় বাবা-মা, সমাজকে নিতে হবে। কারন সেই যুবক জাহান্নামে যাবার আগে বলবে-আমার বাবা মা আমার যৌবনে আমাকে বিয়ে করায় নি।যদি যথা সময়ে তারা আমাকে বিয়ে করাত তাহলে আমি কখনোই এমন পাপে লিপ্ত হতাম না। আমার পাপের জন্য তারাও দায়ী। কি জবাব দিবে বাবা-মা?
[মনে রাখবেন আল্লাহর রাসুল (সঃ) বিয়েকে দ্বীনের অর্ধেক বলেছেন। এমনি এমনি নয় নিশ্চয়।]
বিষয়: বিবিধ
৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন