দুটি লিমেরিক
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ আগস্ট, ২০১৭, ০৩:৩৪:৩৩ রাত
এক
দেশের আদালত মামলায় রায় দিয়েছে তার,
গা ঝাড়া দিয়ে উঠেছে তাতেই স্বভাব স্বৈরাচার |
বাতিল ষোড়শ সংশোধনী,
সরকার নিয়েই টানাটানি!
রায় মানেনা গণতন্ত্রের কথিত আড়ৎদার |
দুই
বিচারপতি সিনহা বাবু, বুক চিতিয়েই দাঁড়ান,
কি হবে স্বৈরাচারে একটু বেশি কিছু যদি হারান!
বিচার বিভাগ জব্দ,
গণতন্ত্র আজ স্তব্ধ |
অবনত আদালত, মাথায় বীরের মুকুট পড়ান!!
বিষয়: বিবিধ
৮৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঢাকা যেন জেলা নয় অন্য একটা দেশ
বুঝলে রতন
যতই যতন
কইরা কথা কওনা কেন, নোয়াখালীর রেশ।
---
পাগলা গরু সামলানো যা ঝক্কি,
আমার কথা শুনবে কেনো লোক কি?
কাছে যখন পড়বে এসে
বলবে তারে মিষ্টি হেসে,
‘আমার ওপর রাগ কোরো না লক্ষ্মী!
---
পাগলা গরু সামলানো যা ঝক্কি,
আমার কথা শুনবে কেনো লোক কি?
কাছে যখন পড়বে এসে
বলবে তারে মিষ্টি হেসে,
‘আমার ওপর রাগ কোরো না লক্ষ্মী!
মন্তব্য করতে লগইন করুন