দুটি লিমেরিক

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ আগস্ট, ২০১৭, ০৩:৩৪:৩৩ রাত



এক

দেশের আদালত মামলায় রায় দিয়েছে তার,

গা ঝাড়া দিয়ে উঠেছে তাতেই স্বভাব স্বৈরাচার |

বাতিল ষোড়শ সংশোধনী,

সরকার নিয়েই টানাটানি!

রায় মানেনা গণতন্ত্রের কথিত আড়ৎদার |



দুই

বিচারপতি সিনহা বাবু, বুক চিতিয়েই দাঁড়ান,

কি হবে স্বৈরাচারে একটু বেশি কিছু যদি হারান!

বিচার বিভাগ জব্দ,

গণতন্ত্র আজ স্তব্ধ |

অবনত আদালত, মাথায় বীরের মুকুট পড়ান!!

বিষয়: বিবিধ

৮৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383765
১২ আগস্ট ২০১৭ রাত ০৩:৪৪
বাকপ্রবাস লিখেছেন : আগের চাইতে অনেক ভালো হয়েছে, পাঁচ লাইনে একটা দাঁড়ি হলে চলবে, দ্বিতিয় লাইনে দেবার প্রয়োজন হয়না, লিমেরিক পাঁচ লাইনের এমনই। মাঝখানে দাঁড়ি কমা খুব একটা হয়না, বিশেষ কারন ছাড়া।
১২ আগস্ট ২০১৭ রাত ০৪:০৭
316696
বাকপ্রবাস লিখেছেন : ঢাকা থে‌কে আস‌ছে তাই গ‌র্বের নাই শেষ
ঢাকা যেন জেলা নয় অন্য একটা দেশ
বুঝ‌লে রতন
যতই যতন
কইরা কথা কওনা কেন, নোয়াখালীর রেশ।
১৪ আগস্ট ২০১৭ রাত ০৪:৩৯
316697
কাব্যগাথা লিখেছেন : লিমেরিক আমার সবসময়ই অদ্ভুত লাগে | কঠিনতো বটেই | ডর্মে ভ্যারিয়েশন এতো বেশি !সত্যজিৎ রায়ের একটা লিমেরিকের পাঁচ লাইনে দুটো কমা, প্রশ্নবোধক আর বিস্ময়বোধক চিহ্ন দেখেছি (নিচে লিমেরিকটা তুলে দিলাম) | অনেক ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্য করার জন্য |

---
পাগলা গরু সামলানো যা ঝক্কি,
আমার কথা শুনবে কেনো লোক কি?
কাছে যখন পড়বে এসে
বলবে তারে মিষ্টি হেসে,
‘আমার ওপর রাগ কোরো না লক্ষ্মী!
১৪ আগস্ট ২০১৭ রাত ০৪:৪১
316698
কাব্যগাথা লিখেছেন : লিমেরিক আমার সবসময়ই অদ্ভুত লাগে | কঠিনতো বটেই | ডর্মে ভ্যারিয়েশন এতো বেশি !সত্যজিৎ রায়ের একটা লিমেরিকের পাঁচ লাইনে দুটো কমা, প্রশ্নবোধক আর বিস্ময়বোধক চিহ্ন দেখেছি (নিচে লিমেরিকটা তুলে দিলাম) | অনেক ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্য করার জন্য |

---
পাগলা গরু সামলানো যা ঝক্কি,
আমার কথা শুনবে কেনো লোক কি?
কাছে যখন পড়বে এসে
বলবে তারে মিষ্টি হেসে,
‘আমার ওপর রাগ কোরো না লক্ষ্মী!
383780
১৪ আগস্ট ২০১৭ রাত ০৪:৪০
কাব্যগাথা লিখেছেন : আপনি যে লিমেরিকটা মন্তব্যে দিয়েছেন সেটা খুবই চমৎকার আর মজার | এটা কার জানাবেন প্লিজ | আই রিপিট, খুবই মজার লিমেরিকটা |
১৪ আগস্ট ২০১৭ সকাল ১১:০৩
316699
বাকপ্রবাস লিখেছেন : আমার নিজের, তখনই লিখেছিলাম তাই আপনার সাথে শেয়ার করলাম, লিমিরিক একটা বৈশিষ্ট হলো এগুলো হাসির বা মজার হয়।
১৪ আগস্ট ২০১৭ সকাল ১১:১১
316700
বাকপ্রবাস লিখেছেন : হুম, সত্যজিত এরটা পড়লাম, আমার অবশ্য বই পড়ে জানার পরিধি কম, কারন যখন ছাত্র ছিলাম টাকা ছিলনা কেনার আর জব করছি বিদেশে তায় এখানে চাইলেও একটা বই কেনা যায়না, মাঝখানে দাঁড়ি কমা খুব কম দেখেছি তাই মন্তব্যটা করলাম, ভুলও হতে পারে আমার ধারণাটা, আবার এমনও হতে পারে সত্যজিত আর বর্তমান কিছুটা সময় এর তফাত হওয়াতেও হতে পারে, ওনাদের আমলে বানান শুদ্ধ করেই লিখতো কারন লেখক এর সংখ্যা কম ছিল এবং যারা লিখতো তারা লেখকই ছিল, আর লিমেরিক যেহেতু ইংরেজি ফর্ম থেকে বাংলায় এসেছে তায় ইংরেজীতে এতো বেশী বিরাম চিহ্ণ এর ব্যাহার না থাকার সম্ভবনা বেশী, কারন বাংলায় কথার এক্সপ্রেশন আর ইংরেজীর এক্সপ্রেশন ভিন্ন, আমাদের আবেগ অনুভূতি তাদের অনুভূতি ভিন্ন তায় আমরা বেশী ব্যবহার করার সম্ভবনা বেশী। অনেক কথা বললাম এবং ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File