দেরিতে বিয়ে এবং ডিভোর্স
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ১২ আগস্ট, ২০১৭, ০২:১২:৩১ রাত
দেরিতে বিয়ে এবং ডিভোর্স
-----------------------------
প্রতিটি মানুষের জন্য ছাত্রজীবন হচ্ছে স্ট্রাগল পিরিওড। ছাত্র জীবনেই ভবিষ্যৎ সফলতার জন্য সংগ্রাম করতে হয়। এই স্ট্রাগল শেষ হয় জব প্রাপ্তির মধ্য দিয়ে। অতঃপর সে বিয়ে করে। এখানে মজার বিষয় হল ব্যাক্তির স্ট্রাগল পিরিওডে সে সঙ্গি পাচ্ছে না, সে সঙ্গি পাচ্ছে যখন সে সফল হয়ে গেছে। এ ধরনের সঙ্গিকে কি বলা যায়? দুধের মাছি। কবি বলেছেন-
সুসময়ে অনেকেই বন্ধু বটে
অসময়ে হায় হায় কেউ কারো নয়।
এই জিনিসটাই যুবকদের সাথে ঘটছে। তার দুর্দিনে কেউ তার সঙ্গি হয় নি। যখনই তার সুসময় আসল অর্থাৎ চাকরী পেল, তখন কত শত পাত্রী বিয়ের জন্য প্রস্তুত। এটাত দুধের মাছি। বর্তমানে এত শত ডিভোর্সের পিছনে এটা একটা কারন। যুবক যুবতি ভাবে আমি নিজের দুঃসময় গুলোত একাই পার করেছি। ওত তখন আমার কাছে আসে নি। এখন আমার সুদিনের সঙ্গি হতে এসেছে। ওত আসলে স্বার্থপর। প্রত্যেকের কনশাস মাইন্ডে এই চিন্তা না থাকলেও সাব-কনশাস মাইন্ডে এই চিন্তা থাকে। দুসময়ে যে বন্ধু হতে পারে নি সে কোন দিনও বন্ধু হতে পারে না।
এ জন্য পান থেকে চুন খসলে কেউ কাউকে সহ্য করে না। কিন্তু তারা যদি স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন শুরু করত তাহলে ওদের দুজনেই ভাবত, ও আমার দুঃসময়ের সাথী ছিল। ওকে কিভাবে ডিভোর্স দেই? এটা সম্ভব না।
#দেরিতে_বিয়ে
#ডিভোর্স
#বিয়ে
#ইসলাম
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন