চৈতালী মেঘের আনাগোনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ আগস্ট, ২০১৭, ০১:৩৪:৫৫ রাত

ফুল ফুটলে মৌমাছি ঘুরঘুর

বাতাসে মদির ঘ্রাণ

আচারের বৈয়ামে হানা, ধুরধুর

কাক তাড়ায় বৌঠান।

পুকুর ঘাটে কাপড় কাচার শব্দ

জল ছলছল জল

সুধীর বাবু কাজে যায়নি আজ

গতরে পায়নি বল।

চলছে যেমন রোজকার জীবন

হঠাৎ ছেদ, চিৎকার

কিছু কুকুর পথ আগলে দাঁড়ায়

পা চলেনা রিক্তার।

গন্ধগোকুল আড়ালে পথ চলে

চলাচলে নির্জীব ম্লান

ফুল ফুটলে মৌমাছি ঘুরঘুর

বাতাসে মদির ঘ্রাণ।

বিষয়: বিবিধ

৭৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File