ব্লগ কর্তৃপক্ষের নিকট কিছু দাবি

লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ১৩ আগস্ট, ২০১৭, ০২:০৮:০৪ দুপুর

আমি ব্লগ লিখি বহু বছর হল। তবে কোন ব্লগেই নিরপেক্ষভাবে লেখা যায় না। ব্লগের এডমিনদের দর্শনের বিরুদ্ধে লেখা গেলেই তারা ব্যান করে দেয়। তাদের দর্শন বিরুধি কিছু লেখাও যায় না। নাস্তিকদের দ্বারা পরিচালিত ব্লগে আপনি ইসলামের পক্ষে কিছু লেখতে দেখবেন না। কারন মডারেটর সেই সুযোগ দেয় না।

তবে এই টুডে ব্লগের "বাধাহীন লেখার অঙ্গিকার" কথাটি অসম্ভব ভালো লেগেছে। আমি ব্লগের শুভ কামনা করি

সেই সাথে কর্তৃপক্ষের নিকট কিছু দাবি রইল-

এই ব্লগ ব্রাউজারে সহজে লোড হয় না।নিজের পেইজ বা লেখা দেখতে খুবই সমস্যা হয়। গুগোল সার্চে লেখাগুলো সহজে আসে না। ব্লগ মেম্বার কেন যেন অনেক কম মনে হয়। কর্তৃপক্ষের নিকট দাবি রইল তারা যেন এসব ব্যাপারে লক্ষ রাখেন। ব্লগের পেইজের মান বৃদ্ধি করেন। আর এই ব্লগ জনপ্রিয় করায় উল্লেখযোগ্য পদক্ষেপ নেন। ধন্যবাদ।

বিষয়: বিবিধ

৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File