সন্ধি
লিখেছেন লিখেছেন নিশা৩ ১২ আগস্ট, ২০১৭, ০৫:১৫:০০ সকাল
স্ফ ুলিঙ্গ ঢেকে রাখা ভস্মকণা
নির্বাপিত করতে নয়
অগ্নি তার আরাধনা।
দগ্ধ হয় নিবিড় আলিঙ্গনে
দীপ্ত হবে বাসনা সংগোপনে
প্রদীপ মাঝে নীরব আত্মগোপন
নিষ্প্রভ তায় প্রভায় সমর্পন।
আচ্ছাদিত ভস্মে স্ফ ুলিঙ্গ জ্বলে
নিবাপিত হতে নয়
কৃষ্ণকালোয় দীপ্তি বাড়ে বলে।
বিষয়: বিবিধ
৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন