রমযানের চাঁদ
লিখেছেন লিখেছেন নিশা৩ ০৬ জুন, ২০১৬, ১০:১৯:৩১ সকাল
পূর্ণিমা নয় আজ, তবু চাঁদে কি তেজ
ঘুমন্ত ঈমান সে জাগাবেই আজ
অন্তরের নিভু নিভু সলতেখানিতে
ঢালবেই এক বিমোহিত আলোকিত সাজ।
থেমে যাওয়া পদযুগল আজ ছুটবেই মসজিদ পানে
জান্নাতি আবেশে মন বাজবে আজ একই সুরে কুরআনের তানে।
ভূলে যাওয়া সেই সুর আজো কাঁদে অন্তরের কোনে
নীরব অশ্রুরা প্লাবিত হয় অনুতাপে, অনুস্মরনে।
ক্ষীন চাঁদ চোখের আলোয় হারায়, তবু রিদয় মাঝে পূর্ন জোছনার সুবাস ছড়ায়
প্রজ্জ্বলিত দ্বীপশিখা আরো উজ্জিবীত হতে চায়
মহানের দরবারে আনত দু'হাত পেতে প্রার্থনায়
আকাংখার আশার স্বপ্ন বুনে মহা-মহিমের ক্ষমার।
রহমতের অবারিত ধারায় সিক্ত অন্তর আরো পেতে উন্মুখ
নিঘুর্ম দু'চোখ আজ তাঁরই দরবারে জেগে খুঁজে নিবে নিদ্রার পরম সুখ
তোমারই সাথে, ও আলোকিত রাতের রানী
বড় হবে রিদয় মাঝে ঈমানের সুদীপ্ত ঝলকানি।
তোমারি আগমনে তাই ফুটেছে অগনিত আলোর কুসুম
কৃতজ্ঞ আমরা তোমায় পেয়ে, মহান মালিকের নৈকট্য পেতে জানাই তোমাকেই স্বাগতম।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
ভাই সাহেবের বেতন + বোনাস পাওয়া followed by ধুমায়া মার্কেটিং
এটা তো কেবল মহিলাদেরই জন্য একটা স্পেশাল(!) ইবাদতের সময় !
আলহামদুলিল্লাহ, আপনার ভাই সাহেব লাখে একজন। না চাইলেও জোর করে কিনে দেয়। সে যা কিনে দেয় আমরাও তাতেই খুশি।<:-P
মন্তব্য করতে লগইন করুন