মানবতার শবদেহ
লিখেছেন লিখেছেন নিশা৩ ১১ এপ্রিল, ২০১৮, ০৭:২৩:১০ সকাল
নিষ্পাপ শিশুদের রক্তে রাঙ্গানো তোমার হাতগুলো
সেই হাতগুলো নিয়ে কি তুমি ঘরে ফের?
ফিরতে পার?
নিতান্ত অসহায় অবস্থানে যাদের হত্যা করলে
টকটকে লোহিত খুনে ঢেকে দিলে পিচ ঢালা নিকষ পথ
হ্যাঁ, হ্যাঁ, সেই হাতগুলোই
সেগুলো নিয়েই কি ঘরে ফিরলে?
লোহুমাখা হাতগুলো দিয়েই কি খানা খেলে?
ওই হাতে জড়িয়ে ধরলে মাকে?
হাত রাখলে প্রিয়তমার হাতে?
তোমার ছোট্ট শিশুটি যখন তোমায় আধো বোলে ডেকে ডেকে তোমার পানে ছুটে আসে
তখন?
তখনো কি তুমি তোমার লাল খুন রাঙ্গা হাতজোড়া বাড়িয়ে দাও?
ছুঁয়ে দাও সেই মাসুম শিশুকে?
অমন (হায়েনার মত) অট্টহাসি হাসলে যে!
অর্থহীন সব প্রশ্ন করেছি?
তাইতো! তুমিত কোন শিশু হত্যা করনি
আর ওরা তো নিষ্পাপ নয়, ওরা যে সন্ত্রাস!
ওরা যে মুসলিম!
তোমার মস্তিষ্কের প্রতি কোষে ভীতি সঞ্চারণকারি ত্রাস
ওরা শিশু নয়।
সন্ত্রাস বেড়ে না জানি কবে কেড়ে নেয় তোমার নয়নমনিকে
তাই স্বজনদের সুরক্ষায় তৎপর তুমি খুন ঝরালে।
নিভৃতে একটুক্ষণ মনের আরশিতে
নিহত শিশুর পাশে তোমার নয়নমনিকে রাখ
চাতুর্যে সমাধিত মানবতা ধুলোয় ঢাকা থাক
শুধু জেনে রেখ
মনুষত্যের যে শবদেহ নিয়ে ঘরে ফের
সে ঘর তোমাকেই পর করতে তৎপর।
স্বজন-পরিজনের শ্বাসরোধ হয়ে আসে
বয়ে আনা মানবতার ম্রিতদেহের দুর্গন্ধ হাওয়ায় ভাসে।
বিষয়: বিবিধ
৮৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন