=- প্রেম -=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৭, ০২:৪৬:৫৫ রাত
প্রেম মানে কাছে টানে আমি যাই দূরে
মাথার মধ্যে প্রেম প্রেম ভনভন ঘুরে
ঘুরে সিলিং ফ্যান
এতো ঘুরে ক্যান
কেন সে ঝুলে থাকে যায়না কেন ছুড়ে।
প্রেম মানে ভালো থাকা আমার তা হয়না
ভালোবাসি ভালোবাসি কখনো তা কয়না
বলে অন্য কিছু
আমি তার পিছু
ছুটতে গিয়ে পকেট ফাঁকা ঝুলে থাকে গয়না।
প্রেম মানে দূরে থাকা কাছে এলে ভয়
ব্যাখ্যাটা মনেমনে করে নিলেই হয়
আয় প্রেম
যায় প্রেম
যায় ছুটে সে আমার আর হবার নয়।
বিষয়: বিবিধ
৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন