- মোয়া -
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৭, ১২:৫৪:৫৬ দুপুর
সংসদ বলে আমার ভাগে
রাষ্ট্রপতি চুপ
বিচারপতি রেগেমেগে
জালিয়ে দিল ধুপ।
লাগলো জ্বালা চোখেমুখে
সাংসদ আসলো তেড়ে
এমন মজার খাবার আমার
যাচ্ছে চলে ছেড়ে।
না দেবনা, মটকে দেবো
তেড়াবেড়া ঘাড়
টিসুম টিসুম যুদ্ধ হবে
আর পাবেনা ছাড়।
বিচারপতি করবে বিচার
তার বিচারের ভার
দুলছে দোলা পানি ঘোলা
হচ্ছে তোলপাড়।
বিষয়: বিবিধ
৪৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বন্যা আসছে ধেয়ে, খবর কোথায় ?
কারন এক চোখা সরকার
আর আছে দাদার আশীর্বাদ
এভাবেই জীবন পার
কিছুই করার নাই আর
দাদা জিন্দাবাদ
মন্তব্য করতে লগইন করুন