শেখ মুজিব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৭, ১১:৩৬:১৪ সকাল

দেশের কথা ভাবলে আগে
যার কথাটা আসে
"শেখ মুজিব" একটি নাম
মন গহিণে ভাসে।
সহজ ছিলে, সরল ছিলে
কঠিন ছিলে আরো
"দাবাইয়া রাখতে পারবানা,"
তুমিই বলতে পারো।
যায়নি রাখা দাবিয়ে আর
যুদ্ধ হলো শেষে
স্বাধীনতার সূর্য ঠিকই
উঠলো বাংলাদেশে।
সবুজের মাঝে আসলো লাল
আসলো আলোর দিন
এই বাংলার শোধ হবেনা
তোমার অসীম ঋণ।
বিষয়: বিবিধ
৫৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সরকার সদয় হবে, ব্লগে আসবে খুশী
এটাই ইতিহাসের দায়
মন্তব্য করতে লগইন করুন