মোবাইল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ আগস্ট, ২০১৭, ১০:৫৮:৫২ সকাল
ভেবেছিলাম তুমি নেই ছিলে ঠিকই পাশে
তুমিহীনা ডোম ঘর মরাকাটা লাশে।
ফেইসবুকে ভেসে উঠে নিখোঁজ খবর
সান্তনা ঘুরেফিরে সবর সবর।
ঠিকই তুমি পাশে ছিলে রাখিনি খেয়াল
মিছেমিছি লুকোচুরির বিশাল দেয়াল।
নির্ঘূম রাত কেটে ভোরে ঘুম আসে
কোথা হতে আর্তনাদ বাতাসে ভাসে!
ঠিকই তোমার রোজকার ভোরের এলার্ম
কাপড়ের ভাজে ভাজে তোমাকেই পেলাম।
তুমি ছাড়া সময়টা ধুত্তুরি ছাই
রাতদিন অহর্নিশ তোমাকেই চাই।
বিষয়: বিবিধ
৫৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন