মোবাইল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ আগস্ট, ২০১৭, ১০:৫৮:৫২ সকাল

ভেবেছিলাম তুমি নেই ছিলে ঠিকই পাশে

তুমিহীনা ডোম ঘর মরাকাটা লাশে।

ফেইসবুকে ভেসে উঠে নিখোঁজ খবর

সান্তনা ঘুরেফিরে সবর সবর।

ঠিকই তুমি পাশে ছিলে রাখিনি খেয়াল

মিছেমিছি লুকোচুরির বিশাল দেয়াল।

নির্ঘূম রাত কেটে ভোরে ঘুম আসে

কোথা হতে আর্তনাদ বাতাসে ভাসে!

ঠিকই তোমার রোজকার ভোরের এলার্ম

কাপড়ের ভাজে ভাজে তোমাকেই পেলাম।

তুমি ছাড়া সময়টা ধুত্তুরি ছাই

রাতদিন অহর্নিশ তোমাকেই চাই।

বিষয়: বিবিধ

৫৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383730
০৭ আগস্ট ২০১৭ দুপুর ০৩:০৩
ইক্লিপ্স লিখেছেন : খুব সুন্দর লিখেছেন। গভীরতা আছে
০৮ আগস্ট ২০১৭ রাত ০৩:২৮
316687
বাকপ্রবাস লিখেছেন : রাতে মোবাইল না পেয়ে ফেবুতে নিখোঁজ সংবাদ দিয়ে বসলাম, সকালে এলার্ম শুনে বুঝলাম কাপড়ের ভাজে পড়ে আছে এই হল ঘটনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File