আমরা খুবই আতংকিত।
লিখেছেন লিখেছেন বাকশাল ০৭ আগস্ট, ২০১৭, ১২:৪৮:৩১ দুপুর
পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দু’জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মাননীয় আদালত কি রায় দিলেন!?? একই মামলার নিন্ম আদালতের রায়ে এতো বড পরিবর্তন! সাধারন জনগণ আমরা খুবই আতংকিত। ছবিতে কতজন সরাসরি মারতেছে, আর ফাঁসি হলো ২ জনের? যদি ২ জনের ফাঁসি হয় একই অপরাধে, বাকীরা কিভাবে খালাস পায় বা সাজা কমে? এ রায়ের পেছনে কি অন্যকোন কিছু কাজ করেছে?? নাকি বর্তমান সমইয়ে বিচারপতিরা কোন গোষ্ঠীর আস্থাভাজন হওয়ার জন্য এমন হয়েছে।
বিষয়: বিবিধ
৬৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন