ভেবে না পাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ এপ্রিল, ২০১৭, ১০:৪০:৫৬ রাত
তোমার কাছে কি'যে চাই
ভেবে না পাই।
থাকলে পাশে লাগে ভালো
গেলে দূরে ছড়াও আলো
তোমার কাছে, কি'যে আছে
ভাবি যে তায়।
যখন আমার ব্যাস্ত কাজে মন
কানে বাজে তোমার আগমন
তাকায় ফিরে বারে বারে
থেকে থেকে ভ্রমে কাটে ক্ষণ।
আমার লেখায় বোলাও যখন হাতে
তোমার কথায় লেখা আছে তাতে
প্রশ্ন তোমার ছন্দ কোথা পাই
ভেবে না পাই।
বিষয়: বিবিধ
৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন