==সমাধান==
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৯ এপ্রিল, ২০১৭, ০২:১৭:১৬ রাত
সারা দিন ক্লান্ত দেহে
যখন বেড়ে শুইতে যাই
বিভোর ঘুমে মাতব আজি
দিলাম ঘরের খিল লাগায় !
ঘুমের মাঝে হঠাৎ হঠাৎ
কি যেন এক লাগছে খুব
নিশি রাত্রে এমন ক্ষণে
ভেবেই যেন কাঁপছে বুক !
লাইট খানা তাই অন করে
খুঁজে বেড়ায় দিক-বেদিক
বালিশ কম্বল সবি আছে
স্বপ্ন ভেবে দিলাম ধিক !
আরে আরে একটু পরে
কি যেন এক কাটছে
বিষের জ্বালা ভীষণ ওমা
সাহস দেখি তার বাড়ছে !
ঘুমটাকে তাই দিলাম ছুটি
পালাস কোথায় দেখব তোর
হাতের নাগাল পেলেয় না
খাবি একখান মস্ত চর ।
ছারপোকা ভাই নাম তার
কেউ বলে উলুশ
রক্ত খেয়ে দেখনা
কেমন নাদুসনুদুস
প্রত্যহ মেরে মেরে
আমি এখন পেরশান
আছেন কি কেউ দয়ার সাগর
একটু দিবেন সমাধান ...
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন