বেকার ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৭, ০৬:০২:৩৮ সন্ধ্যা

বেকার আ‌মি তাই দুই পয়সার নাই দাম

যে যাই বলুক স‌য়ে যে‌তে হয় গা‌য়ের চাম।

হা‌সি, ঠাট্টা, খুনসু‌টি যে যা করুক, থাক

বেকার মা‌নে থাক‌তে নেই তার রাগ।

জ্ঞান, বু‌দ্ধি, যার য‌তো সব দেয়া যায় তা‌কে

বেকার ব‌লেই সই‌তে হ‌বে কথার ঝা‌লের ঘা‌কে।

বেকার আ‌মি, দু‌দিন বাদে একটা কিছু হ‌বে

তখন সবাই পিঠ চাপ‌ড়ে সাবাস সাবাস ক‌বে।

বিষয়: বিবিধ

৭৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382599
১০ এপ্রিল ২০১৭ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : bdjobs.com এ চলে যান
২৮ এপ্রিল ২০১৭ রাত ১০:২৭
316287
বাকপ্রবাস লিখেছেন : আছেনি জব?
২৯ এপ্রিল ২০১৭ সকাল ১০:০৩
316292
হতভাগা লিখেছেন : http://bdjobs.com

লিংকাইলাম । দেইখ্যা লন , বাইছ্যা লন।
382602
১১ এপ্রিল ২০১৭ দুপুর ১২:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্লান করছিলাম ২০১৮ এ প্রবাস জীবনকে গুডবাই জানাবো। এখন আপনার কবিতা পড়ে ভয় লাগতেছে! ভাবতেছি প্রবাস জীবনের ইতিহাস আরেকটু লম্বা করবো কিনা!!!
২৮ এপ্রিল ২০১৭ রাত ১০:২৮
316288
বাকপ্রবাস লিখেছেন : দেশে গিয়া আবার ব্যাক করলাম, কাতার ছিলাম এখন সউদি
382609
১১ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি আপনারে দেখতে আইছি অনেকদিন পরে..কিছু খাওয়ান...
২৮ এপ্রিল ২০১৭ রাত ১০:২৯
316289
বাকপ্রবাস লিখেছেন : হ, আইলাম, ডিজিটাল মিষ্টি খাইয়াতো তৃপ্তি পাইবেননা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File