প্রতিরক্ষা চুক্তি

লিখেছেন লিখেছেন তরবারী ১০ এপ্রিল, ২০১৭, ১২:০৭:১২ রাত

দাদার টানে দিদি ছুটেছে

ইলিশ বালিশ নিয়ে

ইলিশ খেয়ে চুক্তি হবে

বালিশে পড়বে ঘুমিয়ে।

ফারাক্কা তে মরু হয়েছে

এবার কি আর বুঝতে!

জ্ঞানীদের জন্য ইশারাই কাফি

হয়না বারবার বলতে।

ছোটবেলায় স্বপ্ন দেখতাম

বড় ক্লাশে উঠবো

সেই স্বপ্নের বাকী বুঝি

বড় দেশ গড়বো!

নিজের বুঝ পাগলেও বুঝে

সবার বেলায় সত্য

বাঙ্গালীর বুঝও আসবে ফিরে

ধ্বংস হলে মর্ত্য।

বিষয়: বিবিধ

৭৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382598
১০ এপ্রিল ২০১৭ রাত ০৯:১৫
হতভাগা লিখেছেন : মনমোহন,মোদী এরা কেউই চায়না যে তিস্তা খুলে যাক । তবে ভালমানুষ সাজতে এবং সব কিছু বাগাতে তারা নিজেরা সেফ সাইডে থেকে মমতাকে লেলিয়ে দেয় । দোষ যা এসে পড়বে মমতার ঘাঢ়ে , উনাদের চাওয়া পূরণ হতে কোন বাঁধা আসবে না হাসুবুর তরফ থেকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File