বেকার ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৭, ০৩:৪৮:০৭ দুপুর



বেকারের কাজ নেই তাই সে ব্যস্ত

সারাদিন ঘুরাঘুরি আছে এই বেশ তো।

বেকারের রাত নেই সারা রাত ভাবে

ঘুমটা ধরা দিলে সুইজারল্যান্ড যাবে।

বেকারের ঘুমটা সবচেয়ে দামি

সেখানে প্রেমিকারা হয়ে যায় মামী।

কতো কি ভাবনা বেকারের মনে

শত ঝড়-ঝাপটা বেকার জীবনে।

পড়ালেখা শেষ কবে কতো আর বাকী

এভাবে হেলেদোলে জীবন চলে নাকি?

সময়তো নেই আর একটা কিছু কর

কবে পায়ে দাঁড়াবে, কবে হবে বড়।

বেকারের দিন তবু যায় চলে বিজি

কটু কথা সয়ে যায়, যেন খুব ইজি।

পাছে লোকে কিছু বলে কানে নিতে নেই

বেকার ভাবে তবু সুদিন আসবেই।

বিষয়: বিবিধ

৯৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381542
২৮ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বেকার লিপি, দূর্ভাগ্য লিপি। ভাল থাকুন প্রিয়কবি!
২৮ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৫৯
315507
বাকপ্রবাস লিখেছেন : বেকার হয়ে গেলাম, দোয়া করবেন যেন আকার ফিরে পাই
381546
২৮ জানুয়ারি ২০১৭ রাত ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেকার!! কে কার!
০৯ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:০৬
316151
বাকপ্রবাস লিখেছেন : কেউ নাই তার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File