কোটি প্রবাসীর জন্য কল্যাণ বোর্ড

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৮ জানুয়ারি, ২০১৭, ০৩:৪৩:১১ দুপুর



দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রায় এক কোটি প্রবাসীর আয়। আর এই প্রবাসীদের কল্যাণে একটি বোর্ড গঠনে আইন প্রণয়ন করছে সরকার। এতে প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে সরকারি ব্যয়ে মরদেহ দেশে নিয়ে এসে বাড়িতে পৌঁছানো এবং শেষ আনুষ্ঠানিকতার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। মৃত্যুবরণকারীর পরিবার অসচ্ছল হলে অনুদানেরও ব্যবস্থা রাখা হচ্ছে। একই সঙ্গে বিদেশে অসুস্থ, আহত ও শারীরিকভাবে অক্ষম প্রবাসীদের দেশে এনে চিকিৎসা সহায়তাও দেবে ওই কল্যাণ বোর্ড। তাছাড়া বিদেশে কোনো প্রবাসী পেশাগত কারণে অসুস্থ হয়ে পড়লে তার ক্ষতিপূরণ, বকেয়া বেতন, ইন্স্যুরেন্স ও সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তা দেওয়া হবে। প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি চালু করার কথা বলা হয়েছে আইনে। এছাড়া নারী কর্মীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিদেশে নারী শ্রমিকদের জন্য সেইফ হোম প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে দেশে ফেরত নারী অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রকল্প ও কর্মসূচি গ্রহণ এবং অর্থায়ন করবে বোর্ড। ঘাম, রক্ত, এমনকি জীবন দিয়েও পরিবার ও দেশের সুন্দর আগামী নির্মাণে ভূমিকা রেখে যাওয়া এই প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠার প্রবাসী কল্যান বোর্ড বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল উদাহরণ।

বিষয়: বিবিধ

৮৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File